পতৌদি পরিবারে রাখি উদযাপন সারার, সঙ্গে করিনা-সইফ, দেখুন ছবি

Published On:

বলিউড সেলিব্রিটিরা সোমবার আড়ম্বরে রাখি বন্ধনের উৎসব উদযাপন করছেন। বাদ যাননি সারা আলি খানও (Sara Ali Khan)। সারা আলি খান ভক্তদের সঙ্গে তাঁর সেই উদযাপনের ছবি শেয়ার করেছেন। প্রতি বছরের মতো এ বছরও রাখি সেলিব্রেশনে সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে পৌঁছেছেন সারা আলি খান (Sara Ali Khan)। এদিন অভিনেত্রীকে একটি হলুদ রঙের স্যুটে দেখা অভিনেত্রী তাঁর উদযাপনের কিছু সুন্দর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

সারা আলি খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাখি উদযাপনের এই ছবিগুলি শেয়ার করেছেন। যেখানে পুরো পতৌদি পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। এই ছবিতে পতৌদি পরিবারকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী লুকে। সবার মুখেই আনন্দ উদযাপনের ছাপ স্পষ্ট। সারা আলি খানকে তাঁর ছোট ভাই জেহকে রাখি বাঁধতে দেখা গিয়েছে। জেহ, মা কারিনার কোলে বসে দিদির থেকে রাখি বেঁধেছে।

Sara Ali Khan

প্রতি বছরের মতো এ বছরও রাখি সেলিব্রেশনে সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে পৌঁছেছেন সারা আলি খান (Sara Ali Khan)

সারাকে তাঁর ভাই ইব্রাহিম আলি খানকে তিলক লাগাতে দেখা গিয়েছে। পরের ছবিতে আবার সারাকে ইব্রাহিমের হাতে রাখি বাঁধতে দেখা গিয়েছে। এই সময় জেহকেও তাঁদের কাছে বসে থাকতে দেখা যায়। তবে এবার উদযাপন থেকে অনুপস্থিত তৈমুর। কেন অনুষ্ঠানে দেখা গেল না তাঁকে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দর্শকরা।

নবাব বাড়িতে বেশ ভালই যাতায়াত সারা ও ইব্রাহিমের। একসঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ করে তাঁরা। এর আগে সারা আলি খান এবং ইব্রাহিম সইফের জন্মদিন উদযাপন করতে নবাব বাড়িতে পৌঁছেছিলেন। সারা একটি কেক এবং প্রচুর বেলুন নিয়ে তাঁর বাবার জন্মদিন উদযাপন করতে এসেছিলেন। সঙ্গে ছিলেন ইব্রাহিম ও করিনাও।

Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর

X