বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে সমগ্র দেশে। এই ঘৃণ্য ঘটনায় তীব্র ধিক্কার দিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। আবার কয়েকজন বেফাঁস মন্তব্য করে বা নীরব থেকে সমালোচনার মুখেও পড়েছেন। এবার ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। হামলার ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে সমালোচনার শিকার হলেন তিনি।
সারার (Sara Ali Khan) পোস্টে বিতর্ক তুঙ্গে
বিতর্কের সূত্রপাত সারার (Sara Ali Khan) একটি পোস্ট থেকে। কাশ্মীরে হামলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিজের কাশ্মীর ভ্রমণের একটি ছবি শেয়ার করেছিলেন সারা। গত বছরই মা আর ভাইয়ের সঙ্গে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই সময়কারই একটি ছবি শেয়ার করেন সারা (Sara Ali Khan)। আর তা ঘিরেই যত গণ্ডগোল।
কী লেখেন অভিনেত্রী: হামলার ঘটনায় প্রতিবাদ করে সারা (Sara Ali Khan) লেখেন, ‘এই নৃশংস ঘটনায় আতঙ্কিত, মন ভেঙে গিয়েছে। আমাদের ভূস্বর্গ, এমন একটা জায়গা যেখানে এমন নৈসর্গিক দৃশ্য , শান্তি। বিচার এবং শান্তির জন্য প্রার্থনা করি’। এর সঙ্গেই নিজের কাশ্মীর ভ্রমণের ছবি জুড়ে দেন সারা (Sara Ali Khan)। আর তাঁর এমন পোস্টের জেরেই বিরক্ত নেটিজেনদের একাংশ।
আরো পড়ুন : কাশ্মীরের হামলা “সরকারের চক্রান্ত”, বিতর্কিত মন্তব্য করতেই গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল
কটাক্ষ করেছেন নেটিজেনরা: অনেকেই তাঁকে অসংবেদনশীল বলে কটাক্ষ করেছেন। এমন একটি ঘটনায় নিজের ছবি শেয়ার করার কী অর্থ? প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার তাঁর বোধবুদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে সমালোচিত হলেও কোনো মন্তব্যের উত্তর দেননি সারা (Sara Ali Khan)।
আরো পড়ুন: ‘…অসুস্থ লাগছে’, কাশ্মীর হামলায় নিজের ক্ষতি করেও বড় পদক্ষেপ অরিজিতের
প্রসঙ্গত, কাশ্মীরের ঘটনা (Kashmir Attack) বড় ধাক্কা দিয়েছে গোটা বিশ্বকে। ভূস্বর্গে ঘুরতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে ২৬ জন সাধারণ পর্যটকদের। এই ঘটনায় দেশ জুড়ে উত্তাল হয়েছে প্রতিবাদের ঢেউ। কাশ্মীরে ঘটনার প্রতিবাদে মিছিলে সামিল হতে দেখা গিয়েছে স্থানীয় কাশ্মীরিদের একাংশকে। ভারত সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, জঙ্গিদের মধ্যে কয়েকজন পাকিস্তানি এবং দুজন কাশ্মীরি। তাঁদের খোঁজে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।