মুসলিম হয়ে মন্দিরে সারা আলী খান, কেন ঢুকতে দেওয়া হলো এই নিয়ে বিতর্ক চরমে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অহিন্দু হয়ে হিন্দু মন্দিরে কেন ঢুকেছেন সারা আলি খান (sara ali khan), এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হল কাশী বিকাশ সমিতিতে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। তাহলে সেখানে সারা কেন ছাড় পেলেন? এই নিয়ে প্রশ্ন তুলেছে কাশী বিকাশ সমিতি।

কাশী বিশ্বনাথ মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য ও নিমানুবর্তিতাকে তোয়াক্কা না করেই সারাকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ করেছে ওই সমিতি। অন্যান্য অহিন্দুদের জন্য যে নিয়মটা লাগু রয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে তার অন্যথা কেন হবে সেই প্রশ্নও তোলেন কাশী বিকাশ সমিতি।

ওই সমিতি এই অভিযোগও করেন যে মন্দিরের বহু অসাধু পুরোহিত রয়েছেন যারা মোটা অঙ্কের বিনিময়ে অহিন্দুদের মন্দিরে প্রবেশ করার সুযোগ করে দেন। তারাই এই বিষয়টার নেপথ্যে রয়েছেন নাকি রয়েছে অন্য কেউ সেই বিষয়ে তদন্ত করারও হুমকি দিয়েছে ওই সমিতি।

https://www.instagram.com/p/B9wgYRmpPH7/

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘অতরঙ্গি রে’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। সেই ছবির শুটিংয়ের জন্যই বেনারসে যান তিনি। সেখানে মা অমৃতা সিংয়ের সঙ্গে পুজোও দিতে দেখা যায় তাঁকে। এই ছবিতে সারা আলি খান ছাড়াও রয়েছেন অক্ষয় কুমার ও ধনুষ। এই মুহূর্তে চলছে ছবির শুটিং।

X