বিয়ের পরেও মায়ের সঙ্গেই থাকবেন, আগে থেকেই ঠিক করে রেখেছেন সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা সন্তানদের মধ‍্যে অন‍্যতম সারা আলি খান (sara ali khan)। ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি সারাকে। সিম্বা, লভ আজ কাল একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি।

তবে কেরিয়ার নিয়ে যথেষ্ট সিরিয়াস হলেও নিজের পরিবারই শেষ কথা সারার কাছে। মা অমৃতা সিংয়ের (amrita singh) অত‍্যন্ত ঘনিষ্ঠ তিনি, একথা আগেও জানিয়েছেন অভিনেত্রী। এমনকি বিয়ের পরেও মায়ের সঙ্গেই থাকবেন বলে স্থির করে রেখেছেন সারা।


এর আগে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন সইফ কন‍্যা। তিনি জানান, সারা জীবনই মায়ের সঙ্গে থাকবেন বলে ঠিক করে রেখেছেন তিনি। তবে একথা শুনলে অমৃতা সিং বেশ রেগেই যান। কারণ মেয়ের বিয়ে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন তিনি। তবে সারা প্রশ্ন, বিয়ের পরে তো মা তাঁর সঙ্গেই থাকতে পারেন। তাতে সমস‍্যার কিছু তো দেখছেন না তিনি।

সারা আরো জানান, সব কিছুই মায়ের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে মাকে বেশ ভয়ও পান সারা। মা মেয়ে একসঙ্গে সময় কাটাতে যে বেশ ভালবাসেন তা আগেই জানা গিয়েছে। মায়ের সঙ্গে কয়েকদিন দেখা না হলেই মন খারাপ হয়ে যায় তাঁর।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মা অমৃতা সিংয়ের মতামতই তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সারার কথায়, সকলের মতামতকেই তিনি গুরুত্ব দেন‍। কিন্তু ছোট থেকে তিনি মাকে দেখেই বড় হয়েছেন। অমৃতাই তাঁর উপর সবথেকে বেশি প্রভাব ফেলেছেন। তাই মায়ের মতামতই সারার কাছে শেষ কথা।

তবে সারা জানান, অমৃতা তাঁকে সবসময় একটাই কথা বলেন। দর্শক, মিডিয়াই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারাই বিচার করবেন ছবি ভাল হয়েছে নাকি খারাপ। সারা আরো জানান, অমৃতা প্রায়ই একটা কথা বলেন তাঁকে। যেহেতু সারা তাঁর মেয়ে তাই তাঁর সবকিছুই ভাল লাগবে। তাই মিডিয়া ও দর্শকদের সারাকে পছন্দ হওয়াটাই জরুরি।

X