হাতে লাঠি, দর্শনার্থীদের ভিড়ে মিশে অমরনাথ যাত্রায় সামিল সারা আলি খান! প্রশংসায় ভরল নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক: তিনি ভক্তদের যতটা কাছের, তাঁকে ঘিরে বিতর্কও কম নেই। তিনি সারা আলি খান (Sara Ali Khan)। বলিউডের নব্য প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী নিজের নম্র স্বভাব এবং রুচিশীলতার জন্য জনপ্রিয়। কিন্তু তাঁর নিন্দুকের সংখ্যাও কিন্তু কম নেই। মূলত মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু মন্দির দর্শন করার জন্যই সমালোচনার ভাগীদার হন তিনি।

বাবা সইফ আলি খান মুসলিম এবং মা অমৃতা সিং হিন্দু। তবে বাবার ধর্ম এবং পদবীই গ্রহণ করেছেন সারা। কিন্তু কোনো একটি ধর্মের নিয়ম কানুনে আটকে রাখা যায়নি সারাকে। তিনি মুসলিম ধর্ম, পরব যেমন উদযাপন করেন, তেমনি হিন্দু ধর্মীয় উৎসব, মন্দির, তীর্থস্থানের প্রতিও তাঁর বিশেষ টান রয়েছে।

Sara ali khan is on amarnath yatra

এতদিন পর্যন্ত বিভিন্ন হিন্দু তীর্থস্থানে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল সারাকে। কাশী বিশ্বনাথ থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির, কেদারনাথ অনেক কিছুই ঘুরে ফেলেছেন তিনি। এবার অমরনাথ যাত্রায় সামিল হলেন সারা। সোশ্যাল মিডিয়ায় তাঁর তীর্থযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে।

অমরনাথ যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ পুণ্যের এক যাত্রা। দুর্গম পথ পেরিয়ে বাবা অমরনাথের দর্শন করার সৌভাগ্য সকলের হয় না। সারাকে সম্প্রতি দেখা গেল এই যাত্রায় পা মেলাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে পায়ে হেঁটে দুর্গম সিঁড়ি ভেঙে এগোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আরো অনেক দর্শনার্থীদের মতো তিনিও পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন বাবা অমরনাথকে দর্শন করার জন্য। তবে কয়েকজন দেহরক্ষীকে দেখা গিয়েছে তাঁকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে।

সারার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। অনেকেই প্রশংসায় ভরিয়েছেন তাঁকে। সমালোচনায় কান না দিয়ে মন্দির দর্শন করার জন্য তাঁর সাহস এবং দৃঢ়তাকে কুর্নিশ জানায় নেটিজেনরা। এবার সারাকে অমরনাথ যাত্রায় দেখে আবারো ধন্য ধন্য করছেন সকলে।

তবে সারা একা নন। এ বছর অমরনাথ যাত্রায় সামিল হয়েছেন আরো দুই তারকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবং টেনিস তারকা সাইনা নেহওয়ালকেও দেখা গিয়েছে অমরনাথ যাত্রায় অংশ নিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর