ঠোঁটে ঠোঁট রেখে বন্য প্রেম, ভাইরাল হলো কার্তিক ও সারার ঘনিষ্ঠ মুহূর্ত !

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে ‘লভ আজ কাল’। যেটি সাইফ – দীপিকা অভিনীত লাভ আজ কালের দ্বিতীয় সিক্যুয়াল। বড়পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। নির্দেশক ইমতিয়াজ আলি।

ট্রেলারে ঝড় তুলেছে সইফ কন্যা সারা আলি খান, অভিনয়ের পাশাপাশি ট্রেলারে নজর কাড়বে সারার শয্যা দৃশ্য ও চুম্বন দৃশ্য ও।  দুজনের রসায়ন বেশ ভালোই জমেছে সে কথা ট্রেলারেই স্পষ্ট। কিন্তু শয্যা দৃশ্য, প্রেম, রোমান্স দিয়ে ছবি চলে না। ইমতিয়াজের বিগত কয়েকটি ছবির চিত্রনাট্য অত্যন্ত দুর্বল। একই রকম দুর্বল চিত্রনাট্য হলে আশা জাগিয়েও মুখ থুবরে পড়তে পারে ছবিটি।

এই ছবির ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোস্যাল নেটওয়ার্কে। আগের ছবিটির মত এটিও দুটি কাহিনী নিয়ে তৈরি। একটি নয়ের দশকের এবং অপরটি বর্তমানে। সইফ-দীপিকার ছবিতে একটি কাহিনি স্বাধীনতার আগে, দ্বিতীয়টি সেই সময়ের। সময় বদলালেও ভালোবাসা অক্ষয় সেই মূল ভাবনা এখানেও বর্তমান।

https://platform.twitter.com/widgets.js

আগের ছবিটির আদলেই নতুন ছবিটি লিখেছেন ইমতিয়াজ আলি। একটা গল্পে নয়ের দশকের কার্তিক আরিয়ান ও আরুষি শর্মার। যা আজকাল যুবকদের মনে এক নস্টালজিয়ার জন্ম দেবে।  অপরটি বীর ও জইয়ের।যারা আজকের ছেলে মেয়ে। আধুনিকতার ভাল ও খারাপ উভয় দিক কিভাবে তাদের প্রেম জীবনকে প্রভাবিত করছে তাই নিয়েই এই গল্প। কেরিয়ার সচেতন জই কোনো মূল্যেই কেরিয়ারকে ত্যাগ করতে রাজি নয় । আবার বীরও চায় জই কেরিয়ারের সাথে সাথে প্রেম জীবনেও সময় দিক। এই টানাপোড়েন নিয়েই গল্প।

 

X