অত‍্যন্ত অভদ্র ভাবে সমালোচনা করেছিলেন কামাল আর খান! করনের শো তে এসে বিষ্ফোরক সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নবাগতা অভিনেত্রীদের মধ‍্যে একজন সারা আলি খান (sara ali khan)। মূলত তারকা সন্তান পরিচয়েই বলিউডে পা রাখলেও নিজের যোগ‍্যতায় আজ জায়গা পাকা করে নিয়েছেন তিনি। বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন রণবীর সিং, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানদের মতো নাম।

তবে সব ছবিই যে সাফল‍্যের মুখ দেখেছে এমনটা বলা চলে না। বিশেষত কার্তিকের বিপরীতে ‘লভ আজ কাল ২’ রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। দুজনের রোম‍্যান্স দেখিয়ে প্রচারও বিশেষ ফলদায়ী হয়নি। এই ছবির পর ব‍্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সারা।


সম্প্রতি করন জোহরের চ‍্যাট শো ‘কফি শটস উইথ করন’এ এসে এই সমালোচনার ব‍্যাপারেই মুখ খোলেন অভিনেত্রী। নিজের আসন্ন ছবি ‘অতরঙ্গি রে’র প্রচারে এসেছিলেন তিনি। শোতে করন তাঁকে জিজ্ঞাসা করেন, এতদিনে নিজের সম্পর্কে সবথেকে রূঢ় সমালোচনা কী শুনেছেন সারা?

তিনি উত্তর দেন, “আমার মনে হয় কামাল আর খান বলেছিলেন যে ‘লভ আজ কাল” এর পর আমার সবকিছু উন্মুক্ত হয়ে গিয়েছে। ওটা খুব অভদ্র ছিল।” তিনি আরো জানান, লভ আজ কাল ছবির ব‍্যর্থতার পরেই কামাল আর খান ওই মন্তব‍্যটি করেছিলেন।


শোতে নিজের ছোট দুই ভাই তৈমুর ও ইব্রাহিমের জন‍্য কিছু পরামর্শও দেওয়ার কথা বলেন করন। সারা বলেন, তৈমুর তো এখন থেকেই তারকা। ও সব বুঝেই গিয়েছে। উত্তরে পরিচালক প্রযোজক সারাকে মনে করিয়ে দেন যে তৈমুরের মাত্র ৫ বছর বয়স এখন। এই বয়সে ও কী বুঝবে! তবে ছোট ভাই ইব্রাহিমকে সারা পরামর্শ দেন সবদিক ব‍্যালেন্স করে চলতে। এই পরামর্শটা তাঁকেও দিয়েছিলেন সইফ অমৃতা।

 

প্রসঙ্গত, বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে অতরঙ্গি রে। তবে প্রেক্ষাগৃহে নয়। OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। অভিনয় দেখার আগেই ‘চকা চক গার্ল’ নামে খ‍্যাতি পেয়েছেন সারা আলি খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অতরঙ্গি রে।

সম্পর্কিত খবর

X