বাংলাহান্ট ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু মন্দিরে মন্দিরে ঘোরেন সারা আলি খান (Sara Ali Khan)। দেশের উত্তর থেকে দক্ষিণ, সুযোগ পেলেই বিভিন্ন মন্দিরে ছুটে যান তিনি। বিশেষত মহাদেবের থানে প্রায়ই দেখা মেলে সারার। কেদারনাথ থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কীসের টানে বারে বারে মহাদেবের শরণ নেন? এই প্রশ্ন তুলেই সমালোচনার মুখে ফেলা হয় তাঁকে। এবার পালটা জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করলেন সারা।
এই মুহূর্তে ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে এ শহর থেকে সে শহরে ঘুরে বেড়াচ্ছেন সারা এবং ভিকি কৌশ’ল। প্রচারের ফাঁকে সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। গোলাপি সালোয়ার কামিজে দেখা গেল তাঁকে। কপালে চন্দন, তিলক।
হাত জোড় করে মন্দিরের উদ্দেশে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। অন্য একটি ছবিতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে ভক্তিভরে প্রণাম করতে দেখা গিয়েছে সারাকে। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘জয় মহাকাল’। কিন্তু তাঁর এই পোস্টে মৌলবাদীদের কটাক্ষ, হুমকি কমেন্ট ভরে গিয়েছে। মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরামর্শও দিয়েছেন কয়েকজন।
এমন আক্রমণ অবশ্য সারার কাছে নতুন নয়। তিনি যখনি কোনো মন্দির দর্শনের ছবি শেয়ার করেন প্রতিবারই কুৎসিত সমালোচনার শিকার হতে হয় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গ উঠতেই পালটা বিষ্ফোরণ ঘটান সারা।
তিনি বলেন, নিজের কাজ খুবই যত্ন সহকারে করেন তিনি। তিনি দর্শকদের জন্যই কাজ করেন। তাই তাদের ভাল না লাগলে তাঁর খারাপ লাগবে। কিন্তু সারার ব্যক্তিগত জীবন পছন্দ অপছন্দ একাই তাঁর নিজের। সারা বলেন, ‘আমি আজমের শরীফও একই রকম ভক্তি নিয়ে যাব যতটা বাংলা সাহিব বা মহাকালে নিয়ে যাই। আমি বারবার দর্শন করতে আসব। যার যা খুশি বলতে পারে। আমার কোনো সমস্যা নেই। কোনো জায়গার এনার্জি ভাল লাগতে হবে, সেটা অনুভব করতে হবে’।
প্রসঙ্গত, সারাকে আগামীতে দেখা যাবে জারা হটকে জারা বাঁচকে ছবিতে। তাঁর বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২ রা জুন।