‘আমার মনসুরকে মিস করছি’, সুশান্তের স্মৃতিতে মন খারাপ সারা আলি খানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিন বছর সম্পূর্ণ হল সারা আলি খানের (sara ali khan)। সেই সঙ্গে তিন বছর পূর্ণ হল ‘কেদারনাথ’ ছবিরও। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন সারা। বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আজ সারা ইন্ডাস্ট্রির বেশ পরিচিত অভিনেত্রী। কিন্তু ‘নেই’ সয়ে গিয়েছেন সুশান্ত। প্রথম ছবির তিন বছর পূর্তির দিনে পুরনো স্মৃতি ভিড় করে এসেছে সারার মনে।

একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। সঙ্গে সুশান্তের স্মৃতিতে একটি আবেগঘন বার্তা। অভিনেত্রী লিখেছেন, ‘৩ বছর আগে আমার সবথেকে বড় স্বপ্ন সত‍্যি হয়। আমি অভিনেত্রী হলাম আর আমার প্রথম, সবথেকে স্পেশ‍্যাল ছবিটা মুক্তি পেল। আমি জানিনা কখনো বোঝাতে পারব কিনা যে কেদারনাথ আমার কাছে কতটা স্পেশ‍্যাল, জায়গাটা, ছবিটা, স্মৃতিগুলো, সবটা। কিন্তু আজ আমার মনসুরকে খুব মনে পড়ছে। শুধুমাত্র সুশান্তের সমর্থন, নিঃস্বার্থ সাহায‍্য, পথপ্রদর্শন আর পরামর্শের জন‍্য মুক্কু আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কেদারনাথ থেকে অ্যান্ড্রোমেডা পর্যন্ত, তোমাকে চিরদিন মিস করব সুশান্ত।’


গত বছর সুশান্তের মৃত‍্যুর পর মাদক কাণ্ডে জড়িয়েছিল সারার নামও। NCBর জেরায় সে সময় সারা জানিয়েছিলেন ২০১৮ তে কেদারনাথ ছবির শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। এমনকি অভিনেতার সঙ্গে লিভ ইন সম্পর্কও শুরু করেছিলেন তিনি। NCBর জেরায় সারা বলেছিলেন, “২০১৮ সালে কেদারনাথ ছবির শুটিংয়ের সময় থেকে আমার ও সুশান্তের মধ‍্যে সম্পর্কের সূত্রপাত। ছবির শুটিং শেষ হওয়ার পর আমি সুশান্তের সঙ্গে ওর কেপ্রি হাউসের বাড়িতে থাকতেও গিয়েছিলাম।”

https://www.instagram.com/tv/CXLHBfuoxXV/?utm_medium=copy_link

সারা আরো জানিয়েছিলেন তাঁরা ৫ দিনের জন‍্য থাইল‍্যান্ডের একটি দ্বীপেও ঘুরতে গিয়েছিলেন। সেখানে পার্টি করেন তাঁরা। NCBর জেরায় সারা ফাঁস করেন, সুশান্ত মাদক সেবন করতেন। তবে এটা স্পষ্ট হয়নি যে সারার সঙ্গে সম্পর্কের আগে থেকেই সুশান্ত মাদক সেবন করতেন নাকি তখন থেকেই এই অভ‍্যাস শুরু করেন তিনি। তবে নিজের মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন সারা। তিনি দাবি করেছেন, সুশান্তের সঙ্গে পার্টি করলেও মাদক তিনি কখনো গ্রহণ করেননি।

X