সুশান্ত-কার্তিক এখন অতীত, এবার ‘কেদারনাথ’ ছবির সহ পরিচালকের প্রেমে পড়লেন সারা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগামী মাসেই ২৫ এ পা দেবেন সারা আলি খান (sara ali khan)। বছর কয়েক আগে ডেবিউ করেই পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। পেশাগত জীবনের সঙ্গে ব‍্যক্তিগত জীবনেও তড়তড়িয়ে এগোচ্ছেন সারা আলি খান। কফি উইথ করন শো তে এসে কার্তিক আরিয়ানের প্রতি দুর্বলতার কথা স্বীকার করেছিলেন সারা। ‘লভ আজকাল’ শেষ হতেই ফুরিয়ে গেল সেই প্রেম। তার আগে ‘কেদারনাথ’ ছবির সময় প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সারা।

তবে এখন সেসব অতীত। বছর ঘুরতেই নতুন পুরুষ এসে গিয়েছে সারার জীবনে। অন্তত তাঁর সাম্প্রতিক সোশ‍্যাল মিডিয়ার ছবি তো সেই কথাই বলছে। নতুন এক পুরুষসঙ্গীর সাথে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে দেখা গিয়েছে সমুদ্রসৈকতে পুরুষসঙ্গীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন সারা। সঙ্গে লেখা ‘ভালবাসি’। সেই সময়টাতে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ পেয়েছে ছবিতে।


জানা গিয়েছে, সারার এই পুরুষসঙ্গীর নাম জেহান হান্ডা (jehan handa)। অভিনেত্রীর দুটি ছবি কেদারনাথ ও লভ আজকাল এর পোস্টার শেয়ার করে প্রশংসাও করেছেন তিনি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে। পাশাপাশি সারার সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন জেহান। জানিয়ে রাখি, এই জেহান হলেন কেদারনাথ ছবির সহ পরিচালক? এখন নেটজনতার প্রশ্ন, জেহান কি শুধুই সারার বন্ধু নাকি নিজের ছবির সহ পরিচালকের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী? উত্তর মেলেনি এখনো।

https://www.instagram.com/p/CDwlhXaJ1Xn/?utm_medium=copy_link

কার্তিকের প্রতি দুর্বলতা স্বীকার করার পরেই দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেতে থাকে। ইমতিয়াজ আলির লভ আজকাল ছবিতে অভিনয়ও করেন দুজন। কিন্তু ছবি মুক্তির পরেই ঝিমিয়ে যায় যাবতীয় গুঞ্জন। শোনা যায়, ছবির প্রচারের জন‍্যই নাকি সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল কার্তিক ও সারার। এমনকি গত বছর সুশান্তের মৃত‍্যুর পরপর সিবিআইয়ের জেরার সময় সারা স্বীকার করেছিলেন সুশান্তের সঙ্গেও সম্পর্কে ছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X