ফ‍্যাট টু ফিট, ‘সেক্সি’ ফিগারের রহস‍্য ফাঁস করলেন সারা! মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান (sara ali khan)। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।
ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।

sara ali khan 1
মাঝে মাঝেই নিজের ছবি ও ভিডিও দিয়ে অনুরাগীদের মাতিয়ে রাখেন সারা। লকডাউনে বাড়ি বসেও একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝে চলছে নাচের রেওয়াজ ও শরীরচর্চা। সেই সব ছবি, ভিডিও অনুরাগীদের জন‍্য শেয়ারও করেন সারা।

https://www.instagram.com/tv/CAz76rxptwX/?igshid=1i8kduxfty3ts

https://www.instagram.com/p/B_63VoYpgx9/?igshid=b5x2nlt63det

সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সারা। সেখানে নিজের বেশি ওজনের সময় থেকে এখনকার তন্বী চেহারায় রূপান্তরের পুরো প্রক্রিয়াটা দেখিয়েছেন তিনি। এটিকে লকডাউন স্পেশাল ভিডিও বলেছেন সারা। ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B_DWe8zpldk/?igshid=1cxm60cmla5he

https://www.instagram.com/tv/B-CDoHwpuH4/?igshid=oiz86m3oqw93

https://www.instagram.com/tv/B-CDoHwpuH4/?igshid=oiz86m3oqw93

এর আগেই সারা জানিয়েছিলেন একটা সময় তাঁর ওজন অত্যন্ত বেশি ছিল। প্রায় ৯০ কিলোর ওপর ওজন ছিল সারার। সেই সময়কার ছবিও এসেছিল প্রকাশ্যে। তখনকার সারা আর এখনকার সারার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রকাশ্যে এসেছিল সারার আগেকার চেহারার একটি ভিডিও। সেখানে স্পষ্ট দেখা গিয়েছিল আসলেই কতটা ওজন ছিল তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর