চতুর্থ সন্তানকে নিয়ে চূড়ান্ত ব‍্যস্ত সইফ, বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে শেষমেষ মুখ খুললেন সৎ মেয়ে সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহু প্রতীক্ষার পর ফেব্রুয়ারির শেষের দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। চতুর্থ বারের জন‍্য বাবা হয়েছেন সইফ আলি খান (saif ali khan)। ডেলিভারির কিছুদিন পরেই সদ‍্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন করিনা সইফ। সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং এই প্রসঙ্গে মুখ না খুললেও উপহার নিয়ে সৎ ভাইকে দেখতে উপস্থিত হন বড় মেয়ে সারা আলি খান (sara ali khan)।

করিনা সইফের নতুন বাড়িতে উপস্থিত হতে দেখা যায় সারাকে। গাড়ি থেকে নেমে হাতে বেশ কয়েকটি প‍্যাকেট নিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় তাঁকে। দিব‍্যি বোঝা যায় ছোট্ট ভাইকে দেখতেই উপহার নিয়ে উপস্থিত হয়েছেন সারা। পাপারাৎজির দিকে তাকিয়ে হাসতেও দেখা যায় অভিনেত্রীকে।


মা অমৃতার সঙ্গে থাকলেও বাবা ও সৎ মা করিনা সহ সৎ ভাই তৈমুরের সঙ্গেও দিব‍্যি ভাল সম্পর্ক সারা ও ইব্রাহিমের। মাঝে মধ‍্যেই সইফ করিনার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। তৈমুরও বড় দিদির বেশ ভক্ত। সারা জানিয়েছিলেন, করিনাও তাঁর সঙ্গে বন্ধুর মতো মেশেন। সৎ মাকে নাম ধরেই ডাকেন তিনি। তাই এমন একটা খুশির খবরে তিনি যে আনন্দিত হবেন তা বলাই বাহুল‍্য।

এর আগে বাবা সইফের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন সারা। বাবার সঙ্গে তিনি থাকেন না ঠিকই কিন্তু তাঁদের মধ‍্যে যোগাযোগ রয়েছে ভাল রকমই। ছেলে মেয়েদের বাবার সঙ্গে মেলামেশায় আপত্তি করেন না অমৃতাও। সারা জানিয়েছিলেন অন‍্য বাবা মেয়ের সম্পর্কের মতোই তাঁদের সম্পর্ক।

শুটিংয়ের ফাঁকে প্রায়ই সইফ করিনার সঙ্গে আড্ডা দিতে তাঁদের বাড়িতে হাজির হন সারা। বাবা মেয়ের দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তর মধ‍্যে যেমন অভিনয় রয়েছে তেমনি রাজনৈতিক আলোচনাও টুকটাক হয় বলে জানিয়েছিলেন সারা আলি খান।

X