NCB র হানা থেকে বেঁচে গেলেন! অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই কটাক্ষের শিকার সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর সুশান্ত সিং রাজপুত মৃত‍্যু মামলায় মাদক কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলারদের নিশানায় চলে এসেছেন সারা আলি খান (sara ali khan)। গত বছরের শেষের দিকে মাদক কাণ্ডে সারাকে ডেকে পাঠিয়েছিল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। কিন্তু অভিনেত্রী দাবি করেছিলেন তিনি মাদক সেবন করেন না‌। তবে এবার পাকাপাকি ভাবে NCB র হাত থেকে ছাড়া পেয়ে গেলেন সারা, সোশ‍্যাল মিডিয়ায় এমনটাই দাবি করছেন নেটিজেনরা।

ঘটনার সূত্রপাত সারার একটি টুইট থেকে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন সইফ আলি খান কন‍্যা। তিনি লেখেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই’।


টুইটটি দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে ট্রোলাররা। ‘সারা নিজেকে সেফ মার্ক করে নিলেন’, ‘NCB কে আবেদন এটা দেখে যেন আর কোনো ব‍্যবস্থা না নেয়’ এমন ধরনের উত্তরে ভরে গিয়েছে কমেন্ট বক্স। এমনকি অমিত শাহের ছবির উপরে ‘সারার নাম NCB তালিকা থেকে সরিয়ে দাও’ লিখেও মিম তৈরি করা হয়েছে।

গত বছর সুশান্তের আচমকা মৃত‍্যুর পরেই মাদক কাণ্ডে গ্রেফতার হন অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। সে সময় কয়েকটি সংবাদ মাধ‍্যম দাবি করেছিল, মাদক কাণ্ডে কয়েকজন বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া যাদের মধ‍্যে সারা অন‍্যতম। NCB তাঁকে সমনও পাঠিয়েছিল। সেই মতো হাজির হয়ে বয়ানও রেকর্ড করিয়েছিলেন সারা। জানা গিয়েছিল কেদারনাথ ছবির শুটিংয়ের সময়েই বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর ও সুশান্তের। কিন্তু অচিরেই ভেঙে যায় সে সম্পর্ক।


বছর ঘুরতে ফের মাদক কাণ্ডে সরগরম বলি ইন্ডাস্ট্রি। এবারে NCB র জালে শাহরুখ পুত্র আরিয়ান খান। একই মামলায় জিজ্ঞাসাবাদ চলছে অনন‍্যা পাণ্ডেরও। এই সময় হঠাৎ অমিত শাহকে সারার জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়েই ট্রোলে মেতেছে নেটপাড়া। তবে ট্রোল নিয়ে এখনো নিশ্চুপ সারা আলি খান।

সম্পর্কিত খবর

X