সইফ-কন‍্যা নাকি স্বাধীনতা সংগ্রামী! বয়কট থেকে বাঁচতে সারাকে দিয়ে নতুন চরিত্রে অভিনয় করাবেন করন

বাংলাহান্ট ডেস্ক: ‘কেদারনাথ’ থেকে পথচলা শুরু করেছিলেন‌। একের পর এক ছবিতে অভিনয় করে এখন সারা আলি খান (Sara Ali Khan) বলিউডের নতুন মুখদের মধ‍্যে অন‍্যতম। তাঁর অভিনয় নিয়ে দর্শকদের সন্দেহের যথেষ্ট অবকাশ থাকলেও সারার কাছে কাজের কিন্তু কোনো কমতি নেই। এমনকি করন জোহরের (Karan Johar) আগামী ছবিতে নাকি স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন সারা!

কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার বায়োপিক বানাতে চলেছেন করন জোহ‍র। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। ছবির নাম ‘অ্যায় ওয়াতান… মেরে ওয়াতান’। সূত্রের খবর,।চলতি বছরের শুরুতেই ছবির প্রস্তাবে হ‍্যাঁ করেছিলেন সারা। এই প্রথম বার একজন বাস্তব চরিত্রের ভূমিকায় অভিনয় করা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

SaraAliKhan
জানা যাচ্ছে, ছবির পরিচালনা করবেন ‘এক থি ডায়েন’ খ‍্যাত কন্নন আইয়ার। ছবির প্রযোজনার দায়িত্বে করনের ধর্মা প্রোডাকশন। সূত্রের খবর এও জানাচ্ছে, কন্নন আইয়ার প্রখ‍্যাত দাবাড়ু অভিনব বিন্দ্রার বায়োপিক তৈরি ক‍রতে চলেছেন। অভিনয় করার কথা ছিল অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুর। কিন্তু সে ছবির শুটিং আপাতত বন্ধ। তাই অ্যায় ওয়াতান মেরে ওয়াতান এর পরিচালনার সুযোগ পেয়ে আর না করেননি কন্নন আইয়ার।

কে এই ঊষা মেহতা? তিনি কাজ করতেন কংগ্রেস রেডিওতে যা সিক্রেট কংগ্রেস রেডিও নামেও পরিচিত ছিল। ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময়ে এই আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ে উদ্বুদ্ধ করত এই রেডিও স্টেশন।

করন অবশ‍্য আগেই জানিয়েছিলেন সারার সঙ্গে কাজ করার কথা। একটি দারুন ছবিতে নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন দুজনে। এছাড়া তাঁর আরো একটি ছবিতে নাকি অভিনয় করবেন সারা, এমনটাই জানিয়েছিলেন প্রযোজক।

Niranjana Nag

সম্পর্কিত খবর