বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি যেসব তারকা সন্তানরা বলিউডে (Bollywood) অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান (sara ali khan)। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।
ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।
https://www.instagram.com/tv/B-CDoHwpuH4/?igshid=19xxrch00clho
মাঝে মাঝেই নিজের ছবি ও ভিডিও দিয়ে অনুরাগীদের মাতিয়ে রাখেন সারা। লকডাউনে বাড়ি বসেও একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝে চলছে নাচের রেওয়াজ ও শরীরচর্চা। সেই সব ছবি, ভিডিও অনুরাগীদের জন্য শেয়ারও করেন সারা।
https://www.instagram.com/p/B_adVEWJSGz/?igshid=1in5yyq8gdn5n
https://www.instagram.com/p/B_PtIPKJ15c/?igshid=19d7d650ywnio
সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন সারা। সেখানে তাঁকে দেখা গিয়েছে জিমের পোশাক পরে পুল আপস করতে। এক নাগাড়ে বেশ কিছুক্ষণ ধরে শরীরচর্চা করতে দেখা গিয়েছে। শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই ৩৩ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে।
https://www.instagram.com/p/B_63VoYpgx9/?igshid=tmz4cyfpye7u
প্রসঙ্গত, কিছুদিন আগেই শরীরচর্চার জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। ভাই ইব্রাহিমের সঙ্গে জিম করার একটি ছবি শেয়ার করেছিলেন সারা। ছবিতে সবুজ টপ ও কালো হট প্যান্টে জিম লুকে ধরা দিয়েছিলেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। পবিত্র রমজান মাসে এমন স্বল্প পোশাকে শরীরচর্চা করতে লজ্জা করে না? প্রশ্ন তুলেছেন তারা। তবে এইসব সমালোচনা, কটাক্ষের কোনও জবাবই দেননি সারা।