সুশান্তের জন্মদিন পালন করলেন ‘প্রাক্তন’ সারা, অনাথ শিশুদের সঙ্গে কাটলেন কেক

বাংলাহান্ট ডেস্ক : ‘সুশান্ত সিং রাজপুত’ (Sushant Singh Rajput) বলিউড (Bollywood) জগতের এক চেনা নাম। ২১ শে জানুয়ারি ছিল এই অভিনেতার জন্মদিন। অভিনেতা নেই কিন্তু রয়ে গেছে অভিনেতার নানান স্মৃতি। অভিনেতার জন্মদিনে সকলেই করেছেন আবেগঘন পোস্ট। অভিনেতার জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী সারা আলী খান (Sara Ali Khan)।

একটি এনজিওর বাচ্চা দের সাথে কাটালেন বেশ কিছুটা সময়। বাচ্চাদের সাথে কাটলেন কেক। ভাগাভাগি করে নিলেন আনন্দ। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি তুলে ধরেছেন খোদ অভিনেত্রী। বাচ্চাদের সাথে সময় কাটানোর ভিডিও নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী।

924742 3 sara sushant break up

ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,’ শুভ জন্মদিন। আমি জানি অন্যকে খুশি দেখতে তুমি খুব ভালোবাসো। তাই আজকের এই বিশেষ দিনটি এই ছোট্ট বাচ্চা গুলির সাথে কাটালাম। যেখানেই থেকো ভালো থেকো’। অভিনেত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেট নাগরিক। কমেন্ট বক্স ভরেছে তাঁদের মন্তব্যে।

সুশান্ত সিং রাজপুতের অভিনেত্রী হয়েই বলিউড জগতে পা রেখেছিলেন অভিনেত্রী সারা আলী খান। ‘কেদারনাথ’ ছবিতে একসাথে দেখা গিয়েছে তাঁদের। উত্তরাখণ্ড বন্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল সারা-সুশান্ত অভিনীত এই ছবি।

আজ সবকিছু থাকলেও নেই কেবল জনপ্রিয় এই অভিনেতা। ২০২০ সালে না ফেরার দেশে পারি দিয়েছেন তিনি। আত্মহত্যা নাকি খুন! সেই রহস্য আজও রহস্যই রয়ে গেছে। তিনি বেঁচে থাকলে চলতি বছর ৩৭ তম জন্মদিন পালন করতেন তিনি। কিন্তু তিনি নেই। সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় অভিনেতা।

additiya

সম্পর্কিত খবর