সইফ-অমৃতা আর কোলে করিনা! সারা-ইব্রাহিম-জাহাঙ্গীরের ছবি দেখে মশকরা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: সদ্য এক বছরে পা দিয়েছে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও সইফ আলি খানের (Saif Ali Khan) ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান ওরফে জেহ (Jeh)। ছোটে নবাবের প্রথম জন্মদিন বলে কথা! আদরের ছেলের জন্য বিশেষ পার্টির আয়োজন করেছিলেন তারকা মা বাবা। সেখানে আমন্ত্রিত ছিলেন সইফের প্রথম পক্ষের দুই ছেলে মেয়ে সারা আলি খান (Sara Ali Khan) ও ইব্রাহিম আলি খানও (Ibrahim Ali Khan)।

ছোট্ট ভাইয়ের প্রথম জন্মদিনের পার্টি থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন সারা। জেহকে কোলে নিয়ে ভাই ইব্রাহিমের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছিলেন তিনি, যা নিয়ে এখন ট্রোলে মেতেছে নেটপাড়া। মজা করে নেটিজেনদের দাবি, ঠিক মনে হচ্ছে যেন ১৯৯২ সালে সইফ ও অমৃতা, করিনাকে কোলে নিয়ে ছবি তুলেছেন।

IMG 20220222 122428
আসলে ইব্রাহিমকে দেখতে একেবারে তাঁর বাবার মতোই হয়েছে। অন্যদিকে সারাকে দেখলেও মা অমৃতার মুখই মনে পড়বে। তেমনি সইফ করিনার বড় ছেলে তৈমুর বাবার মুখ পেলেও ছোটটি হয়েছে এক্কেবারে মা করিনার মতো। আর এটা কে না জানে, সইফের যখন অমৃতার সঙ্গে বিয়ে হয়েছিল তখন করিনা ১০ বছরের এক কিশোরী।

FB IMG 1645725194666

বাবা মায়ের সঙ্গে তিনি গিয়েছিলেন সইফের বিয়েতে। শুধু তাই নয়, অভিনেতাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করে শুভেচ্ছাও জানিয়েছিলেন। সইফ অমৃতার থেকে বয়সে অনেকটাই ছোট করিনা। তাই এই ছবি দেখে একটু মজা করার লোভ সামলাতে পারেননি নেটনাগরিকরা।

https://www.instagram.com/p/CaPbiNmPTCE/?utm_medium=copy_link

 

ছোট্ট জেহ এর এক বছরের জন্মদিন উপলক্ষে পুল সাইড পার্টির আয়োজন করা হয়েছিল করিনা সইফের বিলাসবহুল বাংলোতে। নীল ও রূপোলি থিমে সেজে উঠেছিল গোটা বাড়ি। পরিবার পরিজনদের মধ‍্যে অতিথিদের তালিকায় ছিলেন করিশ্মা কাপুর, সোহা আলি খান, ইনায়া নাওমি খেমু, সাবা আলি খানরা।

ছোট সৎ ভাইকে কোলে নিয়ে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন সারা। প্রথম ছবিতে দিদির কোলে উঠে কেঁদে দিয়েছে ছোট্ট জেহ। অন‍্যদিকে দাদা ইব্রাহিমের কাঁধে উঠে খুশি উপচে পড়ছে তৈমুরের চোখেমুখে। পরের ছবিগুলিতে অবশ‍্য দাদা দিদিদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েথে জাহাঙ্গীরের। সারা ও ইব্রাহিমকে আদর করতেও দেখা গিয়েছে তাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর