পরনে হটপ‍্যান্ট, প্রকাশ‍্য রাস্তায় ভাই ইব্রাহিমের কাঁধেই চেপে বসলেন সারা! প্রকাশ‍্যে বিতর্কিত ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: তারকা সন্তানদের মধ‍্যে যারা বলিউডে (Bollywood) অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান (sara ali khan)। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।
ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।


তবে সারা একা নন, তাঁর ভাই ইব্রাহিমও মাঝে মাঝেই লাইমলাইটে উঠে আসেন। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি ফের দুজনকে একত্রে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে। সারা ইব্রাহিম দুজনেই সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। কোনও ছবি শেয়ার করলেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ‍্যে।

https://www.instagram.com/p/CDdqAhBJ-XV/?igshid=8wffipnkmwrj

কিছুদিন আগেই গিয়েছে রাখি। ভাই ইব্রাহিমকে রাখি পরানোর ছবি শেয়ার না করলেও দুজনের খুনসুটির একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন সারা। এবার ফের আরও কয়েকটি নতুন ছবি শেয়ার করলেন তিনি। ভাই ইব্রাহিমের কাঁধেই চেপে বসলেন সারা। বৃষ্টি ভেজা মুম্বইয়ের রাস্তায় সাইক্লিং করতে বেরিয়েছেন দুজনে। তারই ফাঁকে একটু খুনসুটি।

https://www.instagram.com/p/CDiT-X7J84w/?igshid=1did2okjyz635

দুজনের পরনেই এদিন দেখা গেল একই রকম জামা। ক‍্যাপশনে মজা করে ছোট্ট ছড়াও লিখেছেন সারা। কয়েকদিন আগেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছিল সারা ও ইব্রাহিমকে। দুজনের মুখেই ছিল মাস্ক। দুজনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন ইব্রাহিম। এছাড়া নিজের আলাদা একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন ইনস্টা হ‍্যান্ডেলে।

https://www.instagram.com/p/CDY7R03p4hq/?igshid=1rdd0079xukbp

https://www.instagram.com/p/CBJPweihQNl/?igshid=ey688i55edf

প্রসঙ্গত, রাখির দিনটা একটু ভিন্ন ভাবে পালন করতে দেখা যায় সারা ও ইব্রাহিমকে। এদিন সোশ‍্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করেন সারা। সেখানে ভাই ইব্রাহিমের সঙ্গে সুইমিং পুলে খুনসুটি করতে দেখা যায় তাঁকে।

X