বাবার পর টলিউড কাঁপাবে মেয়ে! রইল ‘উমা’ সিনেমার সুন্দরী সারার অদেখা ছবি অ্যালবাম

বাংলা হান্ট ডেস্কঃ টলিউড কাঁপিয়ে বলিউড এবং সাউথের পরিচিত মুখ হয়ে উঠেছেন যীশু সেনগুপ্ত। নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। বাবার থেকে ভালো অভিনয়ের এই সহজাত গুণ পেয়েছে যীশু-কন্যা সারা (Sara Sengupta)। খুব ছোট বয়সে ‘উমা’ ছবির হাত ধরে সিনেদুনিয়ায় পা রেখেছিলেন। এখন নায়িকা হওয়ার কার্যত ‘রেডি’ সে।

যীশু-কন্যা সারার (Sara Sengupta) অদেখা ছবিগ্যালারি

যীশু এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে হল সারা। ২০০৫ সালে জন্ম তাঁর। যীশু-নীলাঞ্জনার আরও এক মেয়ে রয়েছে। তাঁর নাম জারা। সারা, জার দু’জনেই ইতিমধ্যে টলিউডে (Tollywood) ডেবিউ করে ফেলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবিতে মুখ চরিত্রে অভিনয় করেছিলেন সারা। একই সিনেমায় ছোট একটি রোলে দেখা গিয়েছিল জারাকে।

   

আরও পড়ুনঃ ঋত্বিকের শরীরে বইছে বাংলার রক্ত! অভিনেতার ‘বং কানেকশনে’র কথা জানেন না ৯৯% মানুষ!

মাত্র ১৩ বছর বয়সে ‘উমা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপর থেকে আর অভিনয় দুনিয়ায় দেখা যায়নি তাঁকে। পড়াশোনাতেই মন দিয়েছিলেন যীশু-কন্যা (Jisshu Sengupta)। সদ্য স্নাতক পাশ করেছেন তিনি। এরপর কি ফের সিনেদুনিয়ায় দেখা যাবে তাঁকে? সারার গ্র্যাজুয়েশনের ছবি ভাইরাল হতেই অনেকের মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন।

Sara Sengupta

উল্লেখ্য, ‘উমা’র পর থেকে আর কোনও সিনেমায় দেখা না গেলেও গত বছর মডেল হিসেবে সারার মুকুটে জুড়েছে নতুন পালক। ইউরোপের নামী ফ্যাশন সংস্থা ডিওর মডেল হয়ে র‍্যাম্পে হেঁটেছিলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের বাছাই করা ১০০ জন মডেলের তালিকায় স্থান করে নিয়েছিলেন যীশু, নীলাঞ্জনার বড় মেয়ে।

Sara Sengupta

মুম্বইয়ে বসেছিল এই ফ্যাশন শোয়ের আসর। সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হেঁটে তাক লাগিয়েছিলেন সারা। যীশু, নীলাঞ্জনা তো বটেই, মাত্র ১৮ বছর বয়সে স্বনামধন্য এই আন্তর্জাতিক সংস্থার হয়ে র‍্যাম্পে হেঁটে বাংলার মুখও উজ্জ্বল করেছিলেন তিনি। আগামীদিনে তাঁকে ফের অভিনয় দুনিয়ায় দেখা যায় কিনা সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর