বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে শুধুমাত্র ব্যক্তিগত টানাপোড়েন নিয়ে সংবাদ শিরোনামে রয়েছেন যিশু এবং নীলাঞ্জনা। টলিপাড়ার বহুল চর্চিত জুটির জীবনে আচমকাই উড়ে এসেছে সবকিছু তছনছ করে দেওয়া ঝড়। সর্বত্র যখন যিশু নীলাঞ্জনায বিয়ে ভাঙার গুঞ্জনে উত্তাল, তখনই তাঁদের জীবনে এল বড় সুখবর। আর তা এল বড় মেয়ে সারা সেনগুপ্তর (Sara Sengupta) হাত ধরে। গুঞ্জন, অভিনয় কেরিয়ারে বড়সড় ব্রেক আসতে চলেছে সারার।
বলিউডে পা রাখতে চলেছেন যিশু কন্যা সারা (Sara Sengupta)
বলিউড ডেবিউ করতে চলেছেন সারা সেনগুপ্ত (Sara Sengupta)। তাও আবার সলমন খানের হাত ধরে। হ্যাঁ, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। সলমন খানের ব্যানার থেকে নাকি লঞ্চ করা হতে চলেছে সারাকে (Sara Sengupta)। কোন ছবি, কোন নায়ক সেসব বিষয়ে তথ্য পাওয়া না গেলেও খবর সত্যি হলে তা যে সারার কেরিয়ারে বড় মোড় নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না।
আগেই অভিনয় শুরু করেছেন: যিশু কন্যার অভিনয় কেরিয়ার অবশ্য অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। সৃজিত মুখার্জী পরিচালিত ‘উমা’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছিল সারার (Sara Sengupta)। পর্দাতেও যিশুর কন্যা হিসেবেই দেখা গিয়েছিল তাঁকে। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সারা। তখন অবশ্য অনেকটাই ছোট ছিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো পরিণত হয়েছেন যিশু নীলাঞ্জনা কন্যা।
আরো পড়ুন : বছরের শুরুতেই বিরাট বদল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ‘গীতা LLB’র প্রোডাকশন হাউস! মনমরা দর্শকরা
মডেলিংয়ে নাম করেছেন সারা: বর্তমানে মডেলিং কেরিয়ার নিয়ে ব্যস্ত সারা (Sara Sengupta)। খুব কম সময়েই এই জগতে নিজের নাম করে ফেলেছেন তিনি। নামীদামী ব্র্যান্ডের হয়ে ব়্যাম্প ওয়াকের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চেও ডেবিউ করেছেন সারা। তাঁর সরল অথচ নজরকাড়া সৌন্দর্য, ফ্যাশন সেন্স, স্টাইল তাঁকে এই বয়সেই বেশ জনপ্রিয় করে তুলেছে নেট মাধ্যমে। বলিউডে ডেবিউ করলে সারার (Sara Sengupta) কেরিয়ারের গ্রাফ যে আরো চড়বে তা বলা বাহুল্য।
আরো পড়ুন : খুঁদকুড়োর মতো TRP, সিরিয়াল বন্ধের জল্পনা তুঙ্গে, আকাশ থেকে পড়ে জি এর নায়িকা বললেন…
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই যিশু নীলাঞ্জনার দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন রয়েছে চর্চায়। শোনা যাচ্ছে, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তাঁরা। দুই মেয়েকে নিয়ে আলাদা রয়েছেন নীলাঞ্জনা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু জানিয়েছেন, মেয়েদের সঙ্গে কথা হয় তাঁর।