যিশুর মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন! জল্পনার অবসান ঘটালেন সারা নিজেই

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা সেনগুপ্ত (Sara Sengupta)। সম্প্রতি এমনি খবর শোনা যাচ্ছে টলিপাড়ার সর্বত্র। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর জ্যেষ্ঠা কন্যা নাকি হিন্দি ছবিতে পা রাখবেন সলমন খানের ব্যানারে। অভিনয়ে অভিষেক অবশ্য তাঁর আগেই হয়ে গিয়েছিল। ছোটবেলাতেই সৃজিত মুখার্জীর ছবিতে ‘উমা’ হয়ে ধরা দিয়েছিলেন সারা (Sara Sengupta)। এবার কি তবে বলিউড পাড়ি?

সারার (Sara Sengupta) পারিবারিক জীবন নিয়ে গুঞ্জন অব্যাহত

দীর্ঘ জল্পনার পর অবশেষে মুখ খুললেন সারা (Sara Sengupta)। এমনিতেই তাঁর পরিবার নিয়ে গুঞ্জন অব্যাহত বিগত কয়েক মাস ধরে। যিশু নীলাঞ্জনার বিবাহিত জীবন নাকি এসে ঠেকেছে খাদের ধারে। বাড়ি ছেড়ে দিয়েছেন যিশু। বর্তমানে তিনি নাকি নিজের দিদির সঙ্গে থাকেন। অন্যদিকে নীলাঞ্জনা রয়েছেন দুই মেয়েকে নিয়ে। যিশু নীলাঞ্জনার আইনি বিচ্ছেদ হতে চলেছে বলে খবর।

Sara Sengupta opens up about her rumoured bollywood debut

জল্পনার জবাব সারার: এর মাঝেই বলিউডি কেরিয়ার শুরুর গুঞ্জন তুঙ্গে সারার (Sara Sengupta)। সত্যিই সলমনের হাত ধরেই নতুন ভাবে অভিনয় কেরিয়ার শুরু করছেন তিনি? এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন যিশু কন্যা। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কিছু খবর সম্প্রতি চোখে পড়েছে। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। ভবিষ্যতে যদিও আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, কিন্তু বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনোদিন এটাই সত্যি হবে’।

আরো পড়ুন : প্রোডাকশন হাউজ বদলের জের, হুট করেই নাম পালটে যাচ্ছে জি বাংলার এই সিরিয়ালের!

আগেই করেছেন ডেবিউ: প্রসঙ্গত, ‘উমা’ ছবিতে যিশুর কন্যা হিসেবেই দেখা গিয়েছিল সারাকে (Sara Sengupta)। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তখন অবশ্য অনেকটাই ছোট ছিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো পরিণত হয়েছেন যিশু নীলাঞ্জনা কন্যা।

আরো পড়ুন : ‘অভিনয় পারে না, তোতলা’, খাদান-এর সাফল্যের মাঝেই অভিমানী দেব, ‘কেউ পাত্তা দেয়নি…’

বর্তমানে মডেলিং কেরিয়ার নিয়ে ব্যস্ত সারা (Sara Sengupta)। খুব কম সময়েই এই জগতে নিজের নাম করে ফেলেছেন তিনি। নামীদামী ব্র্যান্ডের হয়ে ব়্যাম্প ওয়াকের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চেও ডেবিউ করেছেন সারা। তাঁর সরল অথচ নজরকাড়া সৌন্দর্য, ফ্যাশন সেন্স, স্টাইল তাঁকে এই বয়সেই বেশ জনপ্রিয় করে তুলেছে নেট মাধ্যমে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর