বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার (Sara Tendulkar) অত্যন্ত অল্প বয়সেই একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছেন। কয়েক মাস আগে সচিন সারা তেন্ডুলকারকে তাঁর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। সারা তাঁর কেরিয়ার সম্পর্কিত কাজ ভালোভাবে পরিচালনা ছাড়াও ওই ফাউন্ডেশনটিতেও যথেষ্ট সময় দিচ্ছেন।
সবাইকে চমকে দিলেন সচিন-কন্যা সারা (Sara Tendulkar):
এই কারণে সচিন তাঁর কন্যা সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, সচিন এটাও জানান, সারাকে এই নতুন ভূমিকায় দেখে তিনি অত্যন্ত গর্বিত। সারা সবসময় মানুষকে সাহায্য করার লক্ষ্যে এবং সামাজিক অবদান সম্পর্কে যথেষ্ট উৎসাহী। এদিকে, IPL ২০২৫-এর উত্তেজনার মধ্যেই এবার সারা তেন্ডুলকার আরও একটি কৃতিত্ব অর্জন করলেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
SARA TENDULKAR – TEAM OWNER OF MUMBAI TEAM IN JET SYNTHESYS’ GEPL SEASON 2. pic.twitter.com/XEItxrY0oN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 2, 2025
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সারা তেন্ডুলকার (Sara Tendulkar) গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগে একটি দল কিনেছেন। সেখানে সারা কিনেছেন মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। জানিয়ে রাখি যে, এটি একটি গেমিং লিগ। যেখানে ১০ টি দল অংশগ্রহণ করে। এমতাবস্থায়, সারা তেন্ডুলকার এখন মুম্বাই দলের অফিসিয়াল মালিক হয়েছেন। আসলে, সারা ক্রিকেটের একজন বড় ভক্ত। IPL-এ সারা তেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন করেন।
আরও পড়ুন: রাঁধুনি, ড্রাইভার, কেয়ারটেকার, পড়শি….প্রত্যেকের জন্য লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন রতন টাটা, মিলল তথ্য
এদিকে, সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) প্রিয় IPL দল মুম্বাই ইন্ডিয়ান্স হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হতে পারে তাঁর বাবা সচিন তেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত। IPL ২০২৪-এর সময়েও সারা তেন্ডুলকারকে মাঠে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: এবারের IPL-এ কেন বারবার ব্যর্থ হচ্ছে KKR? নেপথ্যে রয়েছে এই ৩ টি কারণ
মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে সারা (Sara Tendulkar) বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ই-স্পোর্টে এর ক্ষমতাকে খুঁজে বের করা সত্যিই উত্তেজক। GEPL-এ মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার বিষয়টিতে আমার জন্য একটি স্বপ্ন সত্যি হয়েছে। এটি খেলার প্রতি আমার আবেগ এবং শহরের প্রতি ভালোবাসার সমন্বয়। আমি একটি প্রিয় ই-স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে আমাদের প্রতিভাবান দলের সাথে অংশীদারিত্বের জন্য উন্মুখ হয়ে আছি যা অনুপ্রেরণা এবং বিনোদন দু’টোই দেবে।”