সারার নাম শুনেই মাঠে এই অবিশ্বাস্য কাজ করে দেখালেন শুভমান গিল! হাততালিতে ফেটে পড়লো স্টেডিয়াম

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) নাম শুনলেই শরীরে শিহরণ খেলে যায় শুভমান গিলের (Shubman Gill)। ইন্দোর টেস্টে (Indore Test) একটি বিশেষ ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এমনটাই দাবি করছেন সকলে। যদিও সিরিজের এই তৃতীয় টেস্ট ম্যাচে শোচনীয় ভাবে হারের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়ার কাছে নয় উইকেটে হেরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে।

ওই টেস্টে ব্যাট হাতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি শুভমান গিল। প্রথম ইনিংসে ভালো শুরু করেও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে লিওনের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন। লোকেশ রাহুলকে দল থেকে ছেঁটে ফেলে অনেক আশা নিয়ে তাকে দলে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সমর্থকদের হতাশ করেছেন।

তবে ম্যাচে মনে রাখার মত একটি কাজ করেছেন গিল। প্রথম ইনিংসে যখন স্টিভ স্মিথের সাথে জুটি বেঁধে ম্যাচটিকে ভারতের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজা তখন অসাধারণ এক গেছে তাকে ড্রেসিংরুমে ফেরাতে জাদেজাকে সাহায্য করেন তিনি। এই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে চাঞ্চল্য ছড়িয়েছেন নেটিজেনদের মধ্যে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৪৩ তম ওভার চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। সেই সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন শুভমান। কয়েকজন উৎসাহী দর্শক এই সময়ে শুভমানকে লক্ষ্য করে একটি স্লোগান তুলেছিলেন যার মূল অর্থ হল, “আমাদের বৌদি হবে কেমন, সারা বৌদি আছে যেমন।” যদিও এখানে সারা আলী খান নাকি সারা টেন্ডুলকার কার কথা বলা হচ্ছিল সেটা পরিষ্কার নয়। তবে ওই স্লোগানটি শোনার পরেই বাঘের মত ক্ষিপ্রতার সাথে বাউন্ডারি লাইন থেকে এগিয়ে গিয়ে ডাইভ দিয়ে উসমানে খাওয়াজার ক্যাচ ধরেছিলেন গিল। ওই সময় অস্ট্রেলিয়ান ওপেনার যেভাবে ব্যাটিং করছিলেন তাতে এটা নিশ্চিত ভাবেই বলা যায় যদি এগিয়েল ক্যাচটি ধরতে না পারতেন তাহলে হয়তো ইনিংসে হারের লজ্জাও বহন করতে হতো ভারতকে।

দীর্ঘদিন ধরেই শুভমান গিলার সাথে সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে। সচিন টেন্ডুলকারের কন্যা এবং শুভমান গিলের সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশন মাঝেমধ্যেই মিলে যায়। জল্পনা শুরু হয়েছিল যখন একবার সোশ্যাল মিডিয়ায় গিলকে কোনও একটি অর্জনের জন্য শুভকামনা জানিয়েছিলেন সারা। এরপর অবশ্য গিলকে বলিউডের তারকা অভিনেতা সেইফ আলী খানের কন্যা সারা আলী খানের সঙ্গে একটি নামী রেস্তোরায় ডিনার করতে দেখা গিয়েছে। কিন্তু তারপরেও ভারতের নতুন তারকা ওপেনারের সঙ্গে সচিন কন্যার নাম জড়িয়ে নানা গুজব মাঝেমধ্যেই শোনা যেতে থাকে।

X