বাংলা হান্ট নিউজ ডেস্ক: তাহলে কি অবশেষে অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেক হতে চলেছে? অন্তত, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অর্জুনের একটি ছবি দিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল হ্যান্ডেল অর্জুনের একটি ছবি পোস্ট করেছে এবং ক্যাপশন দিয়েছে, “#MIvLSG on our mind.” যদিও আজ অর্জুন প্রথম আইপিএল ম্যাচ খেলতে নামবে এমন সম্ভাবনা ক্রিকেটীয় ব্যাখ্যা বিশ্লেষণের দিক দিয়ে ভেবে দেখলে তা খুবই কম। কারণ মুম্বাইকে তাদের মরশুমটিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে একটি জয়ের প্রয়োজন। সেক্ষেত্রে অর্জুনের মতো একজন অভিজ্ঞতাহীন তারকাকে সুযোগ দেওয়ার ঝুঁকি মুম্বাই নেবে তা খুব একটা বিশ্বাসযোগ্য নয়।
কিন্তু অর্জুনের বোন এবং সচিন কন্যা সারা টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্টে আচমকাই একটি কমেন্ট করেছেন যার থেকে সকলেরই মনে হচ্ছে যে তিনি তার ভাইকে আইপিএলে আত্মপ্রকাশ করতে দেখবে বলে আশা করছেন। যদিও সেটা সত্যি হবে কি হবে না শুধু সময়ই জানাবে।
অর্জুনকে মুম্বাই ৩০ লক্ষ টাকায় পুনরায় দলে অন্তর্ভুক্ত করেছিল। তরুণ বাঁ-হাতি পেসারের জন্য গুজরাট টাইটান্সের তরফ থেকেও বিড করা হয়েছিল। এখনও অবধি মুম্বাই স্টেট দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। অর্জুন মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলেরও অংশ ছিলেন কিন্তু প্রথম-শ্রেণীর ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা নেই তার। অর্জুন দলে এলে বাসিল থামপি বা জয়দেব উনাদকাটকে জায়গা ছাড়তে হবে। মুম্বাইয়ের বোলিং ইউনিট এখনও অবধি খুব একটা ভালো পারফরম্যান্স করেনি। তারা আজ বড় একটি চমক দিতে চেয়ে এই পরিবর্তন করতে পারে
মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:
ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (সি), ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, যশপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট/বাসিল থাম্পি/অর্জুন টেন্ডুলকার, টাইমাল মিলস,