প্রথম বলেই ছক্কা, কেরিয়ার শুরু করেই বাবার মুখ উজ্জ্বল করলেন শচীন-কন‍্যা সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জরুরি নয় যে বাবা মায়ের পেশাই বেছে নিতে হবে সন্তানদের। আগের দিন গিয়েছে যেখানে বংশানুক্রমিক ভাবে চলে আসত একই পেশা। এখন সন্তানরা নিজেদের মনমতো কেরিয়ার পছন্দ করে, তাদের সাফল‍্যে নাম উজ্জ্বল হয় বাবা মায়েরও। সেই পথেই হাঁটলেন সারা তেন্ডুলকর (sara tendulkar)। বাবা বিশ্ববিখ‍্যাত ক্রিকেটার হওয়া সত্ত্বেও খেলার দুনিয়ার বিপরীতে হেঁটে গ্ল‍্যামার জগতের হাতছানিতেই সাড়া দিলেন সারা।

সারা তেন্ডুলকরের সৌন্দর্যের প্রশংসা আগেও বহুবার শোনা গিয়েছে। ‘বিউটি উইথ ব্রেন’ এর আদর্শ উদাহরণ তিনি। বিদেশে পড়াশোনা করে স্নাতক হয়ে বাবার মুখ উজ্জ্বল করেছেন সারা। এবার নিজের পেশাগত জীবনও শুরু করলেন তিনি। আর শুরু করলেন বড় ধামাকা দিয়ে। মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা। তাঁর অভিষেক হল একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক সংস্থার হাত ধরে।


লন্ডনের একটি প্রখ‍্যাত ব্র‍্যান্ডের হয়ে বিজ্ঞাপন শুট করলেন সারা। সেই বিজ্ঞাপনের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সঙ্গে ফটোশুটের কয়েকটি ছবিও অনুরাগীদের জন‍্য শেয়ার করেছেন তিনি। গাঢ় হলুদ রঙের বডি হাগিং শর্ট ড্রেসে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন শচীন কন‍্যা। ভিডিওতে সারা ছাড়াও দেখা গিয়েছে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী বনিতা সান্ধু এবং আহান শেট্টির বান্ধবী তানিয়া শ্রফকেও।

https://www.instagram.com/p/CXNwI1ctbk0/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CXJAxrnhUU2/?utm_medium=copy_link

মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সারা। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে। সেখানেই ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মেডিসিন বিষয়ে গতবছর স্নাতক পাশ করেছেন সারা। নিজের ইনস্টাগ্রামে এই সুখবর নিজেই প্রকাশ করেছিলেন শচীন কন্যা। তাঁর ছোট ভাই অর্জুন তেন্ডুলকর ক্রিকেটেই মনোনিবেশ করেছেন। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের টিমেঔ ছিলেন। কিন্তু কোনো ম‍্যাচেই খেলতে দেখা যায়নি তাঁকে।

X