শিবসেনার স্বপ্ন ভেঙ্গে চুরমার, বিরোধী আসনেই বসবেন শরদ পাওয়ার, জানালেন তিনি ..

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেই বাকি বিরোধী দলগুলিকে একেবারে কোনঠাসা করতে চেয়েছিল শিব সেনা৷ বিধানসভা নির্বাচনের ফল শিবসেনার স্বপ্ন পূরণ হওয়ার পথে সায় দিয়েছিল কিন্তু শিবসেনার তরফে 50-50 আসন দাবি করাতেই বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ জোটে বাধ সাধে৷ আড়াই আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব পদের দাবি তোলা হয় শিব সেনার তরফে৷ তাই তো বিজেপির সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে, যদিও আগে থেকেই শিবসেনার তরফে বলা হয়েছিল বিজেপি যদি এই সিদ্ধান্তে রাজি না হয় সেক্ষেত্রে শরদ পাওয়ারের দল তাঁদের সমর্থন করেছে তাই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কোনও ভাবেই তাঁদের বাধা আসতে পারে না৷sharad pawar

কিন্তু এবার শরদ পাওয়ারের দল এনসিপি শিবসেনার দিক থেকে 360 ডিগ্রি পিছন ঘুরে নিলেও৷আশায় জল ঢেলে জানিয়ে দিল তারা সরকার গড়তে হয় বরণ বিরোধী আসনে বসতে রাজি৷ তাই একদিকে যখন সরকার গঠন করার স্বপ্ন দেখছে শিবসেনা ঠিক সেই আশাতেও জল ঢালল এনসিপি৷আসরে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে বিজেপিকে ছেলে ফেলতে চেয়েছিল শিবসেনা কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও সমর্থনও পেয়েছিল তাঁরা তবে আলাদা আলাদা ভাবে কংগ্রেস বাইরে থেকে সেনা সরকারকে সমর্থন দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক কুশলী শরদ পাওয়ার সরাসরি জানিয়ে দিয়েছেন তারা সরকার গঠনের বদলে বিরোধী আসনে বুঝতে চান

কারণ বিরোধী আসনে লড়াইয়ের জন্য তাদেরকে ভোট দিয়েছে মানুষ৷ একই সঙ্গে যে ভাবে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঝামেলা চলছে তাঁকে শিশু সুলভ আখ্যা দিয়েছেন শরদ পাওয়ার৷ এমনকি সরাসরি তিনি জানিয়েছেন সরকার গড়তে দেওয়া নিয়ে তাঁদের দলের মধ্যে কোনও আলোচনা হয়নি পাশাপাশি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই বলেও জানিয়েছেন শরদ পাওয়ার৷


সম্পর্কিত খবর