বাংলা হান্ট ডেস্কঃ সারদা চিটফাণ্ড মামলায় (Saradha Chit Fund Scheme) অন্যতম অভিযুক্ত দেবযানী। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাচ্ছেন দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। তবে জামিনে নয়, জানা গিয়েছে আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে (Parole) মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যেতে পারবেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকে তার মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।”
এরপর CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। আদালত তরফে তাকে আগামী ৫ জুন প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মতো জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, দেবযানীদেবীকে তাকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যেতে ইতিমধ্যেই কড়া পুলিশি প্রহরার জন্য জেল কর্তৃপক্ষের তরফে লালবাজারে চিঠি দেওয়া হয়েছে। লালবাজারে পুলিশি প্রহরার জন্য আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, একসময় এই চিটফাণ্ড কাণ্ডের জেরে গোটা রাজ্যে ধুন্ধুমার পড়ে গিয়েছিল। ঘটনা সামনে আসতেই কলকাতা ছেড়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। পড়ে তাদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন দেবযানী। সারদা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলেই জীবন কাটছে তার।