বাংলা গল্পের চাহিদা তুঙ্গে, ‘সর্বজয়া’র অনুকরণে ওড়িয়াতে আসছে ‘সর্বজিতা অনু’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় মেগা সিরিয়ালের (serial) রিমেক হওয়াটা কোনো নতুন ব‍্যাপার নয়। বহু হিন্দি বা দক্ষিণী ভাষার সিরিয়াল যেমন বাংলায় রিমেক হয়েছে, তেমনি বাংলা থেকেও একাধিক সিরিয়াল তৈরি হয়েছে অন‍্য ভাষায়। সাম্প্রতিক কালে মিঠাই, শ্রীময়ী, দীপ জ্বেলে যাই এর মতো জনপ্রিয় সিরিয়ালগুলি রিমেক হয়েছে হিন্দি, ওড়িয়া ভাষায়। এবার তালিকায় জুড়ল ‘সর্বজয়া’র (sarbajaya) নাম।

এক বছর হতে চলল জি বাংলায় শুরু হয়েছে ‘সর্বজয়া’। এক সাধারন গৃহবধূর স্বামী, সংসার বাঁচাতে অসাধারন হয়ে ওঠার কাহিনি দেখানো হচ্ছে সিরিয়ালে। দীর্ঘদিন পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব‍্যাক করেছেন দেবশ্রী রায়। অল্প সময়েই ভাল জনপ্রিয়তা পেয়েছিল সিরিয়ালটি।


সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার ওড়িয়া ভাষায় রিমেক হল সর্বজয়ার। নাম, ‘সর্বজিতা অনু’ (sarbajita anu)। অদ্ভূত ভাবে সিরিয়ালে মুখ‍্য চরিত্রে যে অভিনেত্রী রয়েছেন তাঁর আসল নামও অনু চৌধুরী। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে আসন্ন সিরিয়ালের প্রথম প্রোমো। বাংলা সর্বজয়ার অনুকরণেই তৈরি হয়েছে ওড়িয়া সিরিয়ালের প্রোমোটি।

সেখানে দেখা গিয়েছে, সংসারের ছোটবড় কাজ, পুজো আচ্চা সামলেও নাচের শখটাকে বাঁচিয়ে রেখেছে গৃহবধূ অনু। প্রোমোতে দেখা মিলেছে অনুর দুই জায়েরও। ঠিক সর্বজয়ার দুই কুটিল জায়ের চরিত্রের আদলেই তৈরি হয়েছে ওড়িয়া সিরিয়ালের চরিত্রগুলিও। সর্বজয়ার মতোই অনুর স্বামীও তার পাশে দাঁড়ায়, তার নাচে উৎসাহ দেয়।

https://www.instagram.com/tv/CZXBKRHhIMQ/?utm_medium=copy_link

গত বছরের অগাস্ট মাসে শুরু হয়েছে সর্বজয়া। প্রথম দিকে পরপর কয়েক সপ্তাহ টিআরপি তালিকার উপরের দিকেই ছিল এই সিরিয়াল। কিন্তু যত দিন গিয়েছে ততই কমেছে সিরিয়ালের টিআরপি। এখন একেবারে তালিকার নীচের দিকে জায়গা হয়েছে সর্বজয়ার।

নিত‍্য নতুন টুইস্ট এনেও লাভ হচ্ছে না খুব একটা। আপাতত সিরিয়ালে হাজির হয়েছে স্বর্ণচাঁপা যে কিনা নিজেকে সর্বজয়ার সতীন বলে দাবি করছে। পরিবারের সমস্ত তথ‍্য তার নখদর্পণে। স্বর্ণচাঁপার আসল পরিচয়টা জানার চেষ্টা চালাচ্ছে সর্বজয়া।

সম্পর্কিত খবর

X