বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) চলাকালীনই ঘোষিত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) জন্য নির্ধারিত ভারতীয় স্কোয়াড। জুন মাসের ৭ তারিখে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs England) টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল (Team India)। গতবার লর্ডসে নিউজিল্যান্ডের কাছে হেরে বিরাট কোহলির ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার রোহিত শর্মার ভারতীয় দলের সঙ্গে সুযোগ রয়েছে সেই আফসোস মিটিয়ে দেওয়ার।
এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হল অজিঙ্কা রাহানের ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন। ধারাবাহিকতার অভাবের কারনে গত বছর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং আইপিএলে অসাধারণ সাহসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে তার অতীতের রেকর্ড অবশ্য খুব একটা ভালো নয়। তাও নিজেকে পুনরায় প্রমাণ করার একটা সুযোগ পেলেন তিনি।
অজিঙ্কা রাহানের জন্য প্রত্যেকে যতটা খুশি, ঠিক ততটাই অনেকে আফসোস করছেন তারই মুম্বাই রঞ্জি দলের সতীর্থ, তরুণ ক্রিকেটার সরফরাজ আহমেদের জন্য। গত রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে তিনি মাত্র ছয় ম্যাচ খেলে তিনটি শতরান ও একটি অর্ধশতরান সহ ৯২.৬৬ স্ট্রাইক রেটে ৫৫৬ রান করেছেন। রাহানের চেয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি কোন অংশে কম পারফরম্যান্স করেননি। তাও তাকে সুযোগ দেওয়া হলো না কেন এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
অনেকেই প্রশ্ন তুলছেন যে এই সিলেকশন কি তাহলে আইপিএলের পারফরম্যান্স দেখে হয়েছে। কারণ রাহানে এবং সরফরাজ দুজনেই রঞ্জি ট্রফিতে ভালো ছন্দে ছিলেন। কিন্তু আইপিএলে সিএসকে জার্সিতে রাহানে রয়েছেন মহাজাগতিক ফর্মে। আর সরফরাজ সেখানে নিজের দিল্লি ক্যাপিটালস দলেই নিয়মিত সুযোগ পাচ্ছেন না। কিন্তু টেস্ট দলের সিলেকশন কি আইপিএল পারফরম্যান্স দেখে হওয়া উচিত? এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমান গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি
অজিঙ্কা রাহানে
লোকেশ রাহুল
শ্রীকর ভারত (উইকেটরক্ষক)
রবিচন্দ্রন অশ্বিন
রবীন্দ্র জাদেজা
অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর
মহম্মদ শামি
মহম্মদ সিরাজ
উমেশ যাদব
জয়দেব উনদকাট