আইন নিয়ে পড়তে চান? পড়ুয়াদের জন্য নয়া দিগন্তের উন্মোচন করছে সরসুনা ল কলেজ, জানুন বিশদে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এমতাবস্থায়, উচ্চশিক্ষার লক্ষ্যে এবার পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার লক্ষ্যে পা বাড়াবেন শিক্ষার্থীরা। যাঁদের একটা বড় অংশ পড়তে চান আইন নিয়েও। তাই, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আমাদের রাজ্যের একটি একটি অন্যতম ল কলেজের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সরসুনা ল কলেজ (Sarsuna Law College) ইতিমধ্যেই যথেষ্ট নজর কেড়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক অনুমোদিত এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এই কলেজ পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরের ল কলেজগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।

সরসুনা ল কলেজ (Sarsuna Law College):

প্রসঙ্গত উল্লেখ্য যে, আমাদের সমাজে আইন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সম্পর্কে দেশের প্রত্যেকের জানার অধিকার রয়েছে। এর পাশাপাশি, প্রতিটি পদক্ষেপে আইন মেনেও চলতে হয়। এমতাবস্থায়, শিক্ষার্থীদের এই প্রসঙ্গে সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাঁরা যাতে খুব সহজেই আইনের জটিল দিকগুলিও আয়ত্ত করতে পারেন সেদিকে সুনিপুণভাবে নজর দেয় সরসুনা ল কলেজ (Sarsuna Law College)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে বিশিষ্ট আইনজীবী এবং সম্মানিত শিক্ষাবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

Sarsuna Law College Career Update.

২০০৫ সালে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজে ২০২০ সালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী LLB (স্নাতক) কোর্স চালু হয়েছে। পরবর্তীকালে ওই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয় এই প্রতিষ্ঠান। এই উদ্যোগটি কেবল একটি নতুন অ্যাকাডেমিক প্রোগ্রামের সূচনা ছিল না, বরং, এটি ছিল ওই অঞ্চলে আইনি শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হয়ে ওঠার ভিত্তিপ্রস্তর। বছরের পর বছর ধরে, এই কলেজটি একটি বিশিষ্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেটি সবসময় সামাজিকভাবে দায়িত্বশীল, নীতিগতভাবে স্পষ্টবাদী এবং পেশাগতভাবে দক্ষ আইনজীবিদের তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এদিকে, ২০১৬ সালে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরসুনা ল কলেজে (Sarsuna Law College) মাস্টার অফ ল (LLM) কোর্স চালু করা হয়। এই কোর্সটি শিক্ষার্থীদের উন্নত আইনি ধারণা এবং নীতিগুলির একটি বিস্তৃত ধারণা প্রদানের উদ্দেশ্যেই উপলব্ধ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী আধুনিক আইনের জটিলতাগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারবেন। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সঠিক পথপ্রদর্শনে শিক্ষার্থীরা এখানে নিশ্চিতভাবে সুসংগঠিত শিক্ষালাভের সুযোগ পান।

এছাড়াও, ২০২২ সালে সরসুনা ল কলেজে (Sarsuna Law College) শুরু হয় ৫ বছরের BA.LLB (স্নাতক) ইন্টিগ্রেটেড কোর্স। যেটি বার কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক অনুমোদিত এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এই অগ্রণী কোর্সটি তাত্ত্বিক অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক বুদ্ধিমত্তার সমন্বয় ঘটায়। যেটি শিক্ষার্থীদের আইনি জগতের চাহিদা অনুযায়ী বহুমুখী দক্ষতা অর্জনে সজ্জিত করে। অভিজ্ঞ অধ্যাপক-অধ্যাপিকাদের মাধ্যমে শিক্ষার্থীরা আইনের জটিলতাগুলি গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি সেগুলিকে “এক্সপেরিমেন্টাল লার্নিং” এবং “রিয়েল-ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন”-এ কাজে লাগাতে পারবেন।

আরও পড়ুন: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ কোথায় সরাসরি সম্প্রচারিত হবে? মিলল আপডেট

জানিয়ে রাখি যে, যেহেতু এই কলেজটি (Sarsuna Law College) বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তাই বর্তমানে ল কোর্সের জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসরণ করা হয়। এই সিলেবাসটি আইন শিক্ষার সাম্প্রতিকতম ধরণগুলিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আইনজীবীদের সামাজিক দায়বদ্ধতাগুলির বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছে। একদিকে এই কলেজে যেমন আন্তর্জাতিক আইন থেকে শুরু করে ফৌজদারি আইন, আইনশাস্ত্র, প্রশাসনিক আইন ইত্যাদির মতো ঐতিহ্যবাহী বিষয় রয়েছে, অন্যদিকে সাইবার আইন, স্বাস্থ্য আইন, তথ্য অধিকার, কপিরাইট এবং পেটেন্ট আইন সহ মানবাধিকার আইনের মতো উদীয়মান বিষয়গুলিও সামিল রয়েছে।

এর পাশাপাশি, এই কলেজে (Sarsuna Law College) সঠিক পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মীদের অক্লান্ত পরিশ্রম ধারাবাহিকভাবে বজায় থাকে। এছাড়াও, শিক্ষার্থীদের বিতর্ক থেকে শুরু করে মুট কোর্ট প্রতিযোগিতা, আইনি সহায়তা কার্যক্রম, কর্মশালা, সিম্পোজিয়াম, সেমিনার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এবং তাঁদের নতুন চিন্তাভাবনা এবং ধারণা তৈরিতে সক্ষম করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদেরও কলেজে স্বাগত জানানো হয়।

ভর্তির জন্যে যোগ্যতা:
১. ৩ বছর মেয়াদী LLB (স্নাতক) কোর্স: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা ৩ বছর মেয়াদী LLB (স্নাতক) কোর্সে ভর্তির জন্য যোগ্য হবেন। (SC এবং ST প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বর ছাড় এবং OBC প্রার্থীদের জন্য প্রয়োজন ৪২ শতাংশ নম্বর)।

আরও পড়ুন: করোনার পরিসংখ্যান নিয়ে জলঘোলা করছে চিন! বিশ্বজুড়ে ফের শুরু আতঙ্ক

২. ৫ বছর মেয়াদী B.A.LLB (স্নাতক) কোর্স: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক (১০+২) পাশ করা প্রার্থীরা ৫ বছর মেয়াদী B.ALLB.(স্নাতক) কোর্সে ভর্তির জন্য যোগ্য হবেন। (SC এবং ST প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বর ছাড় এবং OBC প্রার্থীদের জন্য প্রয়োজন ৪২ শতাংশ নম্বর)।

৩. ২ বছর মেয়াদী LLM কোর্স: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ LLB/BA.LLB ডিগ্রিধারী প্রার্থীরা ২ বছর মেয়াদী LLM কোর্সে ভর্তির জন্য যোগ্য হবেন। (SC এবং ac প্রার্থীদের জন্য ৫ নম্বরে ৫ শতাংশ ছাড়)।

ভর্তির পদ্ধতি:
* ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে।
* বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X