ট্রেনে মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি, অস্ত্রের কোপ আনিসের! এনকাউন্টারে নিকেশ করল পুলিশ

বাংলা হান্ট ডেস্ক: শ্রাবণ মেলার ডিউটি সেরে সার্যু এক্সপ্রেস (Saryu Express) ট্রেনে বাড়ি ফিরছিলেন এক মহিলা হেড কনস্টেবল (Woman Constable)। সেখানে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এবার সেই ঘটনায় এসটিএফ ও অযোধ্যা (Ayodhya) পুলিশের যৌথ অভিযানে নিহত হল অভিযুক্ত আনিস।

এছাড়াও অপর দুই দুষ্কৃতী আহত হয়েছে বলে খবর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরকালান্দর থানার ছত্রিওয়া পাড়া ক্যালরোডে এনকাউন্টার হয়। সেখানে রতন শর্মা এবং অন্য দুই কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

এই নিয়ে মুখ খুলেছেন এসটিএফ (STF) প্রধান অমিতাভ যশ। লখনউতে একটি প্রেস কনফারেন্সে তিনি জানান, সার্যু এক্সপ্রেস ট্রেনে মহিলা কনস্টেবলের সঙ্গে বর্বরতার ঘটনা ঘটে। এদিন পুরো ঘটনাটি তুলে ধরেন তিনি। উল্লেখ্য, শ্রাবণ মেলা চলাকালীন সার্যু এক্সপ্রেসে এক মহিলা কনস্টেবলের উপর হামলা হয়। বর্তমানে ওই মহিলা কনস্টেবল লখনউ ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। এই মামলায় উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশের এসটিএফ এবং রেলওয়ে তদন্ত করছিল। এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্টেও মামলা চলছে। বিষয়টি বিচারাধীন।

saryu accused

এই এনকাউন্টারে হামলার প্রধান অভিযুক্ত আনিসকে পুলিশ এনকাউন্টারে (Encounter) খতম করেছে এবং আরও দু’জন আহত। জানা গিয়েছে, এই দুষ্কৃতীরা ট্রেনে লুটপাট চালাত। ওইদিন ওই মহিলা কনস্টেবলের ব্যাগও ছিনতাই করার চেষ্টা হয়। প্রতিবাদ করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে আহত আজাদ ও বিষম্ভর দয়াল দুবের দেওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি ডাকাতির সঙ্গেই জড়িত বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। আহত মহিলা কনস্টেবলেরও বয়ান নেওয়া হয়েছে। এর আগে কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তা জানতে বাকি দু’জনকে জেরা করছে পুলিশ।

Monojit

সম্পর্কিত খবর