বাংলা হান্ট ডেস্ক : মাত্র দু দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনাবাসী ভারতীয়দের আয়োজনে সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টেক্সাসের হিউস্টনে সে দিন অনাবাসী ভারতীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে হাজির হয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ৷ মোদীর দ্বিতীয় জমানায় এই প্রথম বার কিন্তু দুই জমানা মিলিয়ে এই তিন বার অনাবাসী ভারতীয়দের আয়োজনে অনুষ্ঠিত হল হাওদি মোদী৷ প্রধানমন্ত্রীকে নিয়েই অনাবাসী ভারতীয়দের মধ্যে এত উচ্ছ্বাস যা নিয়ে বিজেপির দাবি এমন ঘটনা আগে তারা কখনোই দেখেননি৷ কিন্তু বিজেপির এই দাবি কি কিছুতেই মানতে নারাজ কংগ্রেস সাংসদ শশী থারুর৷
তাঁর মতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তাঁর মেয়ে তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে আলোড়ন তুলেছিলেন৷ আর এই দাবি তুলে সামাজিক মাধ্যমে একটি ছবিও শেয়ার করেছেন৷ আর সেখানেই ঘটেছে যাবতীয় বিপত্তি৷ তবে শুধুমাত্র ছবি শেয়ার করাই নয় বিজেপিকে তোপ দেগে প্রাক্তন দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী এবং জওহরলাল নেহরুর প্রসঙ্গ তুলে তিনি লেখেন কোনো রকম জনসংযোগ প্রচার বা এনআরআই ম্যানেজমেন্ট বা মিডিয়ার সমর্থন ছাড়াই মার্কিন জনতা কী ভাবে সমর্থন করেছেন তা দেখুন পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কয়েকটি টুইট করেন৷
তবে ছবি ঘিরে কংগ্রেস নেতারা যতই মাতামাতি করুক না কেন সেই ছবিটি আসলে ভুল৷ কারণ ছবিটি সোভিয়েত রাশিয়ার একটি প্রচার অনুষ্ঠানের যেটি 1955 সালের ঘটনা৷ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই কটাক্ষ করতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হল কংগ্রেসকে৷ এমনকি টুইট করে অস্বস্তিতে পড়ে যান শশী থারুর তাই পরিস্থিতি সামাল দিতে নিজের ভুল স্বীকার করে নেন শশী থারুর৷
তবে কথাতেই আছে ভাঙবে তবু মচকাবে না, তাই শশী তারুর ভুল শুধরে নিয়েও প্রধানমন্ত্রীদের নিয়ে যে বিদেশের উন্মাদনা ছড়িয়েছে তাঁর বার্তা কিছুতেই ভুল নয় এমনটাও লেখেন টুইট করে৷ তবে যেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুক না কেন? আদতে কিন্তু মুখ পুড়ল কংগ্রেসের৷