বিশেষজন নিয়ে মুখ খুললেন স্বস্তিকা,যে তার হৃদয় শাসন করে

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে টলিউডের অন্যতম সাহসী, লাস্যময়ী, তুখড় অভিনেত্রী তিনি ৷তার দাপুটে অভিনয়ে বাংলার মানুষ মাত। মেয়ে অন্বেষাকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে ৷

প্রসঙ্গত অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের পর বহুবার তাঁর বিশেষ বন্ধ‌ুদের কথা শোনা গেলেও এখনও বিয়ে করেননি স্বস্তিকা ৷মেয়ে অন্বেষাও এখন অবশ্য কলকাতায়।তবে বাড়িতে একা থাকলেও অবশ্য তাঁর দিন কেটে যায় বিশেষ একজনের দৌলতে ৷ সে স্বস্তিকার পোষ্য,নাম ফুলকি মুখোপাধ্যায়।

44b4cafaae5483ab9d8e9f61e0b1432aতবে ফুলকি কোনও নামী দামি বিদেশী কুকুর নয়।একেবারেই সাধারণ দিশি রাস্তার কুকুর।তার প্রতিই ভালোবাসার কথা জানিয়েছেন স্বস্তিকা।


সম্পর্কিত খবর