টলিউড থেকে খ্যাতি পেয়েই বলিউডে সফর, নিজের ইন্ডাস্ট্রি নিয়েই নিন্দায় সরব শাশ্বত! বললেন, ‘নবাগতরা…’

বাংলাহান্ট ডেস্ক : শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) এমন একজন অভিনেতা যিনি বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও এখন বাংলা ছবিতে একটু কমই দেখা যায় তাঁকে। বরং হিন্দি সিনেমা, বিজ্ঞাপন সর্বত্রই শাশ্বতর উপস্থিতি। দর্শকরা সাদরে গ্রহণ করেছেন তাঁকে। ‘বব বিশ্বাস’ এর খ্যাতি দিনকে দিনকে আকাশ ছুঁয়ে ফেলছে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিয়েও কিছু অভিযোগ রয়েছে শাশ্বতর (Saswata Chatterjee)। এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

বলিউডের সঙ্গে বাংলার তুলনা টানলেন শাশ্বত (Saswata Chatterjee)

বলিউডে বাঙালির নাম উজ্জ্বল করছেন শাশ্বত (Saswata Chatterjee)। হিন্দিতে কাজ করলেও নিজের শিকড় ভোলেননি তিনি। আবার বলিউডের ভালো দিকটা বলতেও পিছপা হন না তিনি। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে শাশ্বত (Saswata Chatterjee) স্পষ্টই বলেন, বলিউডের নামী তারকারা মেকআপ ভ্যানে যেতেই চান না। আবার টলিউডে তারকাদের ভ্যান থেকে ফ্লোরে আনা যায় না। সেটা কীরকম?

Saswata chatterjee talked about tollywood industry

বলিউড তারকাদের প্রশংসা শাশ্বতর: ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, কমল হাসান, মাধুরী এও এই দীক্ষিত, দীপিকা পাডুকোনের মতো নামী তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু শাশ্বতর কথায়, নামগুলো বড় হলেও তাঁরা অন্যদের তুলনায় অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। এঁরা কেউই সেটে দেরি করে পৌঁছান না। শাশ্বত (Saswata Chatterjee) বলেন, কমল হাসান শট দিয়ে ফ্লোরেই বসে থাকেন। পরিচালক ভ্যানে গিয়ে বসতে বললে তাঁর অনিচ্ছা স্পষ্ট বোঝা যায়। মাধুরীও তাই। অন্যদিকে অমিতাভ কাজ ছাড়া মোবাইল থেকেই চারিদিকের সমস্ত বিষয় নিয়ে খবরাখবর রাখেন। আর নয়তো বই পড়েন।

আরো পড়ুন : ১০ বছরের প্রেম জীবন, বিয়ের ২ বছরের মাথায় সংসার ভাঙল জনপ্রিয় অভিনেতার!

নবাগতদের নিয়ে কী বললেন অভিনেতা: এরপরেই টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিষ্ফোরণ ঘটান শাশ্বত (Saswata Chatterjee)। তাঁর কথায়, “আমাদের ইন্ডাস্ট্রিতে তো ভ্যান থেকে অভিনেতা অভিনেত্রীদের ডেকে আনতেই চারটে লোক লাগে”। ইন্ডাস্ট্রির নবাগত অভিনেতারাও কেউ পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে চাইছেন না বলে মন্তব্য করেন শাশ্বত। তিনি নিজে থিয়েটার দিয়ে শুরু করেছেন। তারপর কাজ করেছেন ছোটপর্দায়। সেখান থেকে সিনেমা। কিন্তু বর্তমানে অনেক নবাগতরাই এই পরিশ্রমটা করতে চায় না বলে জানান শাশ্বত।

আরো পড়ুন : সর্বক্ষণ ক্যামেরা কাঁধে ঘুরঘুর, তারকাদের হাঁড়ির খবর থাকে তাদের কাছে, ‘পাপারাৎজি’ শব্দটা এল কীভাবে বলুন তো?

টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। তাঁদের সময়ে পুরুষ অভিনেতাদের সিরিয়ালে অভিনয় করার জায়গা ছিল। কিন্তু এখন সুঠাম চেহারা, দেখতে শুনতে ভালো হলেই সিরিয়ালে পুরুষ চরিত্র পাকা হয়ে যায়। নতুন প্রজন্ম কিছু শেখার সময় সুযোগই পাচ্ছে না। একটা সফল সিরিয়াল করার পরপরই হারিয়ে যাচ্ছেন অভিনেতারা, বক্তব্য শাশ্বতর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর