বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ দশ বছর পর অভিনয়ে ফিরলেন শতাব্দী রায় (satabdi roy)। টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন এক সময়। তাবড় অভিনেতাদের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তারপর পা রাখেন রাজনীতির আঙিনায়। সেখানেও একই রকম সাফল্য। তৃণমূলের টিকিটে ৩ বার নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন শতাব্দী। রাজনীতিবিদ হিসাবে খুবই ব্যস্ত তিনি।
এসবের মাঝে পড়ে অভিনয়টাই বন্ধ হতে বসেছিল তাঁর। একটা ভাল চিত্রনাট্য আর একটু সময়ের অপেক্ষায় ছিলেন শতাব্দী। দুটো একসঙ্গে পেতেই হ্যাঁ বলতে দেরি করেননি তিনি। বলিউডি ছবির মাধ্যমে কামব্যাক করলেন সাংসদ অভিনেত্রী। পুরনো জায়গায় ফিরে নাকি একটু শ্বাস নিতে পেরেছেন শতাব্দী। সংবাদ মাধ্যমের কাছে তাঁর বক্তব্য, এতদিন পর ফিরে নিজেকে ফিনিক্স পাখির মতো লাগছে তাঁর, যে ছাই থেকে পুনর্জন্ম লাভ করেছে।
তবে শতাব্দী জানান, অভিনয় তিনি ছাড়েননি কখনোই। রাজনীতির কাজ সামলে আবার অভিনয় করতে হলে ছবির গল্পটাও জোরদার হওয়া চাই। একটি ভাল চিত্রনাট্যের খোঁজে ছিলেন তিনি। এই ছবিতে সেটা পেয়েছেন। তাছাড়া সংসদ অধিবেশনের তারিখের সঙ্গে শুটিং শিডিউলও ঠিকঠাক মানিয়ে যাওয়াতেই রাজি হয়ে যান শতাব্দী। এখন তিনি রাজনীতি করলেও শিল্পের কাছে সবসময় ঋণী থাকবেন অভিনেত্রী।
টলিউডে তাঁর শেষ কাজ ‘দেবীপক্ষ’ ছবিতে। তারপরেও কিছু কাজ করেছেন অবশ্য তবে সে সব তেমন উল্লেখযোগ্য নয়। চার পাঁচ বছর আগে বাংলাদেশি ছবি ‘বিজলি’তে অভিনয় করেছেন। এত বছর পর ফের ক্যামেরার মুখোমুখি। জানালেন প্রযুক্তি অনেকটাই পালটে গিয়েছে। সকাল সকাল কলটাইম, মেকআপ, পুরনো অভ্যাসে ফিরতে পেরে এনার্জিটাও অনেক বেড়ে গিয়েছে বলে জানান শতাব্দী। সব মিলিয়ে বেশ উপভোগ করছেন তিনি।
‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ ছবিটি একটি কোর্টরুম ড্রামা। ছবিতে আইনজীবীর চরিত্রে দেখা যাবে শতাব্দীকে। তাঁর চরিত্রটি ৩৫ বছর পুরনো একটি মামলা ফের শুরু করবে, যা নিয়ে ছবির গল্প। শতাব্দী ছাড়াও ছবিতে রয়েছেন জাভেদ জাফরি, অমিত বহেল, চিরাগ বোহরার মতো অভিনেতারা। জঙ্গিপুরে চলছে শুটিং।