বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক শতরুপ ঘোষ (Satarup Ghosh)। বাংলাহান্টের (Bangla Hunt) কনক্লেভে এসে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) একপ্রকার ধুয়ে দিলেন বাম নেতা। তাঁর বক্তব্যের সিংহ ভাগই ছিল বাংলার শাসক দলকে চোর প্রতিপন্ন করার প্রচেষ্টা। রাজনৈতিক ক্ষেত্রে একাধিক উদাহরণ টেনে এদিন কার্যত বাকরুদ্ধ করে দেন তাঁর সহবক্তাদের।
কী বললেন শতরুপ? সিপিএম নেতা শতরুপ ঘোষ এদিন বলেন, ‘চুরি করা বড়ই পূণ্য যদি পেটে সয়, এই জগতে বোকারাই শুধু সত্যবাদী হয়। এটাই তৃণমূলের থিমসং হওয়া উচিত। তৃণমূল যে চোর নতুন করে বলার কিছু নেই। এমনকি ছোটোছোটো ছেলেমেয়েরাও তা জানে। কয়েক দিক আগেই উচ্চমাধ্যমিকে কৃতীরা কিছু মন্তব্য করে। তাঁরা কোনও রাজনৈতিক দলকে আক্রমণ করেনি, কোনও নেতা-মন্ত্রীর নাম নেয়নি। তাও তাঁদের ট্রোল করতে মাঠে নামে তৃণমূলের নেতারা।’
তিনি আরও বলেন, ‘এই যে তৃণাঙ্কুর বক্তব্য রাখল, সেখানে রাজিব গান্ধীর বোফর্স থেকে শুরু করে জ্যোতি বসুর ছেলে, কিছুই বাদ দিল না। কিন্তু সে একবারও বলতে পারল না যে তৃণমূল চোর নয়।’ শতরুপ বলেন কেউ যদি তৃণমূলের সঙ্গে ভালোভাবে কথা তাহলেও তারা ভাববে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনই দাবি তাঁর।
শতরুপ বলেন, ‘তৃণমূল দুর্নীতি করছে কিন্তু তার মূল্য দিতে হয় আমাদের মত সাধারণ মানুষকে। কতগুলো ছেলেমেয়ে আজ ৮০০ দিন হয়ে গেল রাস্তায় বসে রয়েছে। তারা পরীক্ষায় পাশ করেছে, তাও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। তার থেকেও বড় বঞ্চনা হল সেই সমস্ত ছাত্রছাত্রী যারা চুরি করে চাকরি পাওয়া শিক্ষকদের কাছে পড়াশুনো শিখতে গেছে।’
তিনি আরও বলেন, ‘কতগুলো লোক যারা ৫ বছর আগে কাঁধে গামছা দিয়ে ঘুরত, আজ তাদের আর চিনতে পারবেননা। কাছে এলে দেখবেন গলায় কুকুরের বকলসের মত মোটা সোনার পরে ঘুরছে। তৃণমূল করে বা তৃণমূলের কাউন্সিলর হয়ে এই ভাবে টাকা রোজগার করেছে তারা।’
শতরুপ বলেন, ‘আমরা কেউ ভবিষ্যদ্বাণী করতে জানি না। ভবিষ্যৎ সেটাই যে ভবিষ্যৎ আমরা নির্মাণ করব। আমরা মানপ, সিপিএম, তৃণমূল বা বিজেপি নয়, বরং মানুষ যে ভবিষ্যৎ নির্মাণ করবে সেটাই আমাদের ভবিষ্যৎ।’