বাংলা হান্ট ডেস্ক : বড় সিদ্ধান্ত মমতার। খারিজি মাদ্রাসাগুলিকে (Madrasa) স্বীকৃতি দিতে চায় পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)৷ তাই রাজ্যজুড়ে খারিজি মাদ্রাসাগুলির পরিকাঠামো নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ সোমবার বিধানসভায় এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করছে ৷ ওই কমিটি আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ তার পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ৷
এ দিন বিধানসভার বাদল অধিবেশনে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যেটা বলতে চাই ৷ আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যস্তরের একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করা হবে ৷ তারা পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসা সম্পর্কে সমীক্ষা করবে ৷ লক্ষ্য থাকবে – সেখানে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করা, পড়ুয়াদের সামগ্রিক মানোন্নয়ন ৷ এই কমিটিতে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি প্রতিনিধি ও স্থানীয় মুসলিম সমাজের প্রতিনিধিরা থাকবেন ৷ ছ’মাসের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করবে ৷ রাজ্য সরকার চাইছে সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারে ৷’
এ দিন বিধানসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতর সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে একাধিক কথা বলেন ৷ সেই সময়ই এই খারিজি মাদ্রাসার প্রসঙ্গ তোলেন ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে অনেক খারিজি মাদ্রাসা আছে ৷ এই মাদ্রাসাগুলি সরকারের আওতাভুক্ত নয় ৷ তারা নিজেদের পয়সায় নিজেরা চলে ৷
মুখ্যমন্ত্রী আরও জানান যে কিন্তু রাজ্য সরকার চাইছে যে চারিদিকে সবকিছু যখন আধুনিক হচ্ছে, তখন এই মাদ্রাসাগুলিও সেই সুযোগ পাক ৷ এখানে যে প্রায় ৫ লক্ষ পড়ুয়া আছে, তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ পাক ৷ এর পরই মুখ্যমন্ত্রী উচ্চ-পর্যায়ের কমিটি তৈরির বিষয়টি উল্লেখ করেন ৷ পাশাপাশি এটাও বুঝিয়ে দেন যে কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘রেজিস্ট্রেশন না থাকলে কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে না ৷ সুতরাং আমরা যদি সমীক্ষা করে দেখি যে এগুলোকে আমরা শিক্ষার দিক থেকে পড়ুয়াদের সাহায্য করতে পারি, তাহলে আমরা এটা নিশ্চয় করব।’
একই সঙ্গে রাজ্যের আন-এডেড মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেন৷ তিনি জানান, রাজ্য সরকার চাইছে আন-এডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিতে চাইছে, যারা নিয়ম মেনে স্বীকৃতির জন্য আবেদন করেছে৷ সরকার ২৩৫ মাদ্রাসাকে মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়ে এসেছে ৷ শিক্ষকরাও অনুদান পাচ্ছেন ৷ আরও প্রায় ৭০০ মাদ্রাসা রয়েছে, যারা স্বীকৃতির সমস্ত মাপকাঠি মেনেছে, কিন্তু এখনও অপেক্ষা করছে৷ সরকার ঠিক করেছে অবিলম্বে এই মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দেওয়া হবে৷