বিশেষত দুই রাশির জাতক-জাতিকার উপর শনিদেবের আশির্বাদ বিরাজমান, জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্কঃ শনিদেব (Shani Deb) সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন।

শনিদেবকে অশুভ বলা হলেও, এই কথা ভুল যে শনি দেব দুর্ভাগ্যের দেবতা। সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শনিদেব। সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র তিনি, এজন্য তাকে ‘ছায়াপুত্র’-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা।

Shani graha j

ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনি দেবের স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার কাছে এসে কামতৃপ্তি প্রার্থনার জন্য এসেছিলেন। কিন্তু ধ্যানমগ্ন শনি সেদিকে খেয়ালই করেন না। যার ফলে অতৃপ্তকাম পত্নী শনিকে অভিশাপ দিলেন, ‘আমার দিকে একবারও তুমি ফিরেও চাইলে না। ঠিক আছে এরপর থেকে তুমি যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে’। তবে অনেকের মত ঘটনাটি মঙ্গলদেবের চক্রান্তে হয়েছিল।

বিভিন্ন রাশির মধ্যে মাত্র ২ রাশির অধিপতি শনিদেব। জেনে নিন সেই দুই রাশি সম্পর্কে।

Pic 1120180101095217

কুম্ভ রাশি- কুম্ভ রাশির (Aquarius) মানুষেরা বেশিরভাগ সময়ে একা থাকতে বেশি ভালোবাসেন। এই রাশির মানুষেরা অত্যন্ত ভাবুক ও ধর্মপরায়ণ হন। এই রাশি অন্তর্ভুক্ত ব্যক্তিরা সাধারণত ভালো স্বভাবের হলেও, গ্রহের ফেরে এরা নিষ্টুর প্রকৃতিরও হয়ে যান। তবে এই রাশির জাতকদের চাকরি থেকে ব্যবসার ভাগ্য অনেক ভালো থাকে। শনি দেব এই রাশির ব্যক্তিদের অধিকর্তা হওয়ার দরুণ,প্রথম জীবনে প্রচুর কষ্ট ভোগ করলেও, পরবর্তী জীবনে এরা প্রভূত সুখের অধিকারী হয়।

sign capricornমকর রাশি- মকর রাশির (Capricorn) মানুষেরা খুবই স্নেহপ্রবণ হওয়ার কারণে এরা সবার সঙ্গে মিলেমিশে থাকায় বেশি স্বাচ্ছন্দ বোধ করে সততাকেই জীবনের মূলধন মনে করে, সৎ পথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বিলাসবহুল জিনিসের প্রতি এদের বেশি আগ্রহ থাকে। উচ্চাভিসালী হওয়ায় এই সকল মানুষ আয় করার জন্য কঠোর পরিশ্রম করতে সমর্থ হন। কথা কম বললেও এই রাশির মানুষজনের কথা বলার ধরন বুদ্ধিদীপ্ত ও শাণিত হয়। এদের বন্ধুদের সংখ্যা কম থাকলেও, এয়ার ভ্রমণে আগ্রহী হন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর