ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস! ৫৮ বছরের খরা কাটিয়ে দেশকে সোনা উপহার চিরাগ-সাত্ত্বিক জুটি  

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শেষবার এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা এনেছিল দীনেশ খান্নার (Dinesh Khanna) র‍্যাকেট। তারপর কেটে গিয়েছে ৫৮ টা বছর। ভারতীয় ক্রীড়া প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবার এই টুর্নামেন্ট থেকে ভারতকে সোনা এনে দিলেন চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডির (Satwiksairaj Rankireddy) জুটি। দুবাইয়ের কোর্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসের নতুন অধ্যায়ের জন্ম দিলেন তারা।

তারা এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালয়েশিয়ার ওং ইয়ু সিন এবং তেও ই ইয়ের জুটিকে হারিয়েছে। ম্যাচের ফলাফল হয়েছে ২১-১৬, ১৭-২১, ১৯-২১। পিছিয়ে পড়েও মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে চিরাগ-সাত্ত্বিক জুটি।

তাদের আগে দীনেশ খান্নাই একমাত্র ভারতীয় ছিলেন যিনি এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছিলেন। এরপর তিনি ১৯৬৫ সালে লখনউতে পুরুষদের সিঙ্গলস ফাইনালে থাইল্যান্ডের সাঙ্গোব রাত্তানুসর্নকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে ডাবল সে ভারতের আগে কোনদিনও এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেনি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের আগের সেরা পারফরম্যান্স ছিল ১৯৭১ সালে দীপু ঘোষ এবং রমন ঘোষের জুটির জেতা ব্রোঞ্জ-পদক।

এটি ছিল সাত্ত্বিক এবং চিরাগের জুটির এই মরশুমে জেতা দ্বিতীয় শিরোপা। তাদের এই পারফরম্যান্স এখন দেশের ইতিহাসের সেরা। এই এশীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা ছাড়াও, সাত্ত্বিক এবং চিরাগ ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে পাঁচটি কেরিয়ার শিরোপাও জিতেছিল।

তার সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় খুব খুশি দীনেশ খান্নাও। তিনি জানিয়েছেন যে তিনি বহুদিন ধরে চাইছিলেন যে এই প্রতিযোগিতায় কোনও ভারতীয় সর্বোচ্চ পদক প্রাপ্ত করুক। কিন্তু সেই চাওয়াটা অপেক্ষাই থেকে গিয়েছিল এতদিন ধরে। তবে গতকাল চিরাগ এবং সাত্ত্বিকের জুটি যেভাবে পিছিয়ে পড়েও নিজেদের স্নায়ুর চাপ সামলে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে তা দেখে অত্যন্ত খুশি দীনেশ।

 

সম্পর্কিত খবর

X