ভারতীয়দের জন্য বিরাট সুসংসবাদ নিয়ে এল সৌদি আরব! জানলে আপনিও হয়ে যাবেন খুশি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সৌদি আরব (Saudi Arabia) পর্যটক ভিসার অপশনগুলির একটি নতুন সিরিজ উপলব্ধ করে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এর মাধ্যমে ভারতীয়রা সহজেই সৌদির (Saudi Arabia) ভিসা পেতে পারেন এবং সেখানে ভ্রমণে যেতে পারেন। মূলত, সৌদি সরকার স্টপওভার ভিসা, ই ভিসা সার্ভিস এবং ভিসা অন অ্যারাইভাল উপলব্ধ করেছে।

এই ভিসাগুলির মাধ্যমে, পর্যটকরা রিয়াদ এবং জেদ্দার মতো শহরগুলির পাশাপাশি লোহিত সাগর ও আল-উলার মতো প্রাচীন শহরগুলিতে ভ্রমণ করতে সক্ষম হবেন। জানিয়ে রাখি যে, সৌদি আরব দ্বারা জারি করা নতুন নির্দেশিকা এবং ভিসা অপশনগুলি বিভিন্ন ভ্রমণের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, পর্যটকদের সৌদি সফরের আমন্ত্রণ জানানোরও এটি একটি উল্লেখযোগ্য প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।

Saudi Arabia brought great news for Indians.

এদিকে, বর্তমানে মুম্বাই, দিল্লি, কোচি, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, লখনউ, কলকাতা এবং কালিকটে ১০ টি ভিসা সুবিধা কেন্দ্র রয়েছে। আরও অনেক একাধিক শহরেও এই ধরণের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর অধীনে কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০৩০ সালের মধ্যে ৭৫ লক্ষ ভারতীয় পর্যটককে আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি আরব। এদিকে, সৌদি আরব বর্তমানে ভারতকে তাদের একটি বড় পর্যটন বাজার হিসেবে বিবেচিত করছে। শুধু তাই নয়, ২০২৪ সালের মধ্যে দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ করে ২২ লক্ষ্যে নিয়ে যাওয়ার আশায় রয়েছে সৌদি আরব।

আরও পড়ুন: “আর ফিরবে না”, নদীর স্রোতে ভেসে সরাসরি সমুদ্রে গিয়ে পড়লেন যুবক, ভাইরাল ভিডিও দেখে হুঁশ উড়ল নেটিজেনদের

কিভাবে ভারতীয় পর্যটকরা সৌদির ভিসা পেতে পারেন: জানিয়ে রাখি, ভারতীয় যাত্রীরা এখন সৌদি স্টপওভার ভিসার জন্য আবেদন করতে পারেন। যেটি ৯৬ ঘন্টা পর্যন্ত বৈধ এবং প্রশাসন ও বিমা পরিষেবাগুলির জন্য নামমাত্র ফি দিয়ে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইটে ৯০ দিন আগে প্রাপ্ত করা যেতে পারে। আমেরিকা, ব্রিটেন বা যেকোনও শেনজেন দেশ থেকে বৈধ পর্যটক বা ব্যবসায়িক ভিসাহোল্ডার ভারতীয়রা প্রবেশের স্ট্যাম্পযুক্ত প্রমাণ সহ ই ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। অফিসিয়াল পোর্টালের মাধ্যমে প্রস্থানের আগে ই ভিসা প্রাপ্ত করা যেতে পারে।

আরও পড়ুন: রথযাত্রায় ভাগ্য ঘুরবে এই ৪ রাশির! মিলবে স্বয়ং মহালক্ষ্মীর কৃপা, হবে টাকার বৃষ্টি

এদিকে, সৌদি আরবের তরফে ভিসা অন অ্যারাইভালের বিকল্পও উপলব্ধ করা হচ্ছে। এটির মাধ্যমে ভ্রমণকারীরা আমেরিকা, ব্রিটেন বা যেকোনও শেনজেন দেশ থেকে বৈধ পর্যটন বা ব্যবসায়িক ভিসার মতো একই মানদণ্ড পূরণ করে প্রবেশের টিকিট সহ সৌদি আরবের বিমানবন্দরে ভিসা পেতে পারেন। ওই দেশগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা সৌদি বিমানবন্দরের সেলফ-সার্ভিস কিয়স্ক বা পাসপোর্ট নিয়ন্ত্রণ অফিসে এর জন্য আবেদন করতে পারেন। যাঁরা ওপরে উল্লিখিত মানদণ্ডের অধীনে যোগ্য নন তাঁরা ভারতের তাশির কেন্দ্রের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াটির মধ্যে রয়েছে নথি তৈরি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আবেদন জমা, বায়োমেট্রিক তালিকাভুক্তি এবং পাসপোর্ট সংগ্রহ। এই সমস্ত ভিসা ওমরাহর জন্যেও বৈধ বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর