ফের ভরতে চলেছে পাকিস্তানের ঝুলি! সৌদি আরব দেবে ৩,৪৪,০৬,৪০,০০,০০০ টাকা

বাংলাহান্ট ডেস্ক : বিপর্যস্ত অবস্থা পাকিস্তানের (Pakistan)। আর্থিক সংকটের মোকাবিলা করতে নাজেহাল দশা শাহবাজ শরিফের সরকারের। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মতো সংস্থা দিচ্ছে না লোন। এই অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়াল সৌদি আরব। বিরাট অর্থের ভান্ডার নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে রিয়াধ। সৌদি আরবের (Saudi Arabia) প্রিন্স তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমান আল সাউদ এদিন পাকিস্তানকে ৪০০ কোটি ডলার সাহায্যের আশ্বাস দিয়েছেন।

জানা যাচ্ছে, আগামী ২১ নভেম্বর পাকিস্তান সফরে আসছেন সৌদি নেতা মহম্মদ বিন সলমান। তাঁর সুরক্ষার জন্য বিশেষ দল এ সপ্তাহের শেষের দিকেই পাকিস্তান পৌঁছে যাবে বলে খবর। মহম্মদ বিন সলমানের এই সফরে সৌদি ও পাকিস্তানের মধ্যে পেট্রোলিয়াম সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা যাচ্ছে। এছাড়া পাকিস্তানে একটি অত্যাধুনিক তৈল শোধনাগার তৈরি হচ্ছে। চিন এবং সৌদি আরব সম্মিলিত ভাবে এই শোধনাগারটি তৈরির খরচ বহন করছে।

গতকালই চিন থেকে বিরাট অংকের টাকা সাহায্য পেয়েছে পাকিস্তান। আর্থিক সঙ্কটে বিধ্বস্ত পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার, প্রায় ৭৩ হাজার ৬৬০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করে শি জিনপিং জানালেন, পাকিস্তানকে আর্থিক সঙ্কট থেকে মুক্ত করতে চিন সর্বতো ভাবে সাহায্য করবে।

গত বৃহস্পতিবার শাহবাজ়ের চিন সফরের সময়ই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ দ্রুত শুরু করে দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হয়। সে সময় পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রশ্নে চিনা প্রেসিডেন্টের বলেন, ‘চিন্তার কারণ নেই। আমরা হতাশ করব না।’ এর পর শনিবার পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেছিলেন, ‘আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চিনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।’

Sudipto

সম্পর্কিত খবর