বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) সংকটের দিনে পাশে দাঁড়াল সৌদি আরব (saudi arabia)। ভারতে আসছে ৮০ মেট্রিক টন অক্সিজেন (oxygen)। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই অক্সিজেন সংকট গোটা দেশ জুড়ে। কোথাও অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটছে, আবার কোথাও অক্সিজেন যোগাড় করতে কান্না ভেজা চোখে রোগীর পরিজনরা ছোটাছুটি করছে।
ভারতের এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এসেছে বন্ধু দেশ সৌদি আরব। পূর্বে ভারত থেকে ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছিল সৌদি আরবকে। বাঁচানো হয়েছিল বহু মানুষের প্রাণ। এবার সেই কৃতজ্ঞতা ফেরত দেওয়ার সুযোগ পেল সৌদি আরব।
জানা গিয়েছে, সৌদি আরব থেকে ৮০ মেট্রিক টন অক্সিজেন আসছে ভারতে। সেইসঙ্গে আদানির শিপিং কোম্পানির সাহায্য নিয়ে জাহাজে করে ৫০০০ অক্সিজেন সিলিন্ডার ও পাঠিয়েছে বন্ধু দেশ সৌদি আরব।
Embassy of India is proud to partner with Adani group and M/s Linde in shipping much needed 80MT liquid oxygen to India. Our hearfelt thanks to Ministry of Health Kingdom of Saudi Arabia for all their help, support and cooperation.@MEAIndia @drausaf @SaudiMOH @HMOIndia pic.twitter.com/6j8NuGwtCB
— India in Saudi Arabia (@IndianEmbRiyadh) April 24, 2021
এবিষয়ে সৌদিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় সৌদি আরবকে। ট্যুইটে লেখা হয়, ‘সৌদি আরবের পক্ষ থেকে এই সাহায্য, সমর্থন এবং সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। ভারতের জন্য প্রয়োজনীয় ৮০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার জন্য আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত’।