বাংলা হান্ট ডেস্ক: হজ যাত্রা শুরুর আগে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিল সৌদি আরব (Saudi Arabia)। আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তানকে হজযাত্রী (Hajj Yatri) বাছাইয়ের আগে পরামর্শ দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, হজযাত্রায় কোটায় আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। কোনওভাবে ভিখারি কিংবা পকেটমারদের মতো ছিঁচকে অপরাধীদের যাতে এই যাত্রায় না পাঠানো হয়।
হজ পুণ্যার্থীদের নিয়ন্ত্রণের জন্য প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট কোটা দিয়ে দেয় সৌদি আরব। কোন দেশ থেকে কতজন মক্কায় আসবেন, তা সৌদি আরবকে জানাতে হয়। সেই কোটায় আর্থিক সুবিধাও মেলে। আর সেই কোটার সুযোগ যাতে কোনও ভিখারি বা ছিঁচকে পকেটমার না পায়, তা সতর্ক করে দেওয়া হয়েছে পাকিস্তানকে। বলা হয়েছে, কোটার সুযোগে যাতে ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। পাক বিদেশমন্ত্রকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের জেলগুলিতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গিয়েছে। আর জায়গা নেই।’
উল্লেখ্য, প্রতিবছর হজ যাত্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। যা নিয়ন্ত্রণ করা কার্যত চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। এ বছর সৌদি থেকে ১ লক্ষ ৭৯ হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে প্রবল আর্থিক সঙ্কটের কারণে প্রথমে ইসলামাবাদ (Islamabad) তা ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত দেশের অন্দরে বিক্ষোভ তৈরি হওয়ায় কিছু শর্তসাপেক্ষে ‘উমরাহ ভিসা’ কোটায় হজযাত্রায় সম্মতি দিয়েছে পাক সরকার।
কিন্তু পাকিস্তানকে এই ভাষায় সতর্ক করায় কার্যত মাথা কাটা গেল তাদের। ‘ছিঁচকে চোর’, ‘ভিখারি’ বলে রীতিমতো অপমান করা হল পাকিস্তানকে।