বাংলাহান্ট ডেস্ক: সৌদি আরবে প্রকাশ্যে বেরুতে পারেন না কোনো তরুণী। সব ধর্মের তরুণীদেরকে প্রকাশ্যে বেড়াতে গেলে অবশ্যই পড়তে হবে হিজাব। এরই বিপরীত রূপ দেখল সৌদি আরব। এই প্রথম দেখা গেল সৌদি আরবের শপিং মলে উজ্জ্বল লাল পোশাকে চোখে সানগ্লাস, চুল খোলা অবস্থায় দ্বিধাহীন ভাবে হেঁটে চলেছেন তরুনী। আরবের রিয়াদের ওই শপিং মলে দেখা যায় হাই হিলে সংকোচ ছাড়াই হেঁটে বেড়াচ্ছেন ওই তরুণী।
মহিলারা সৌদি আরবে খোলা পোশাকে ঘুরতে পারেন না। এর আগে খোলা পোশাকে ছবি দিয়ে মাসুল গুনতে হয়েছিল এক মহিলাকে। সৌদি আরবিয়ান এক তরুণী মার্কিন মুলুকে ক্যাফেটেরিয়ার সামনে হিজাব ছাড়া তার একটি ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ‘নৈতিকতার সীমা লংঘন’ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই নেট দুনিয়ায় বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, চিরাচরিত প্রথা ভেঙে বেরিয়ে এসে নারীদের অগ্রাধিকারের কথা বলছেন এই তরুণী। অনেকে বলছেন, এই তরুণী নারীদের হয় প্রথম বিপ্লবের পথে হাঁটলেন। অনেকে আবার এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।