মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন, সেখানেই বেশি বোমা-গুলি মিলছে! মমতার কনভয়ে তল্লাশির দাবি সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, দিন কয়েক এর অপেক্ষা মাত্র। নতুন বছর পড়তেই “ভোট উৎসব”। ইতিমধ্যেই বেজে গেছে ভোটের দামামা। তবে ক্রমাগত শাসক-বিরোধী হুঙ্কার, হুঁশিয়ারি, বোমা-গুলি উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা বঙ্গে।

প্রসঙ্গত, স্কুল প্রাঙ্গন থেকে শুরু করে রেললাইন, জনবসতি থেকে শুরু করে নির্জন জায়গা, বিগত কিছুদিন ধরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে ছেয়ে গেছে বাংলার প্রতিটা মানুষের মনে। অন্যদিকে, ক্রমাগত আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধারকে হাতিয়ার করে রাজ্য সরকারের দিকে আক্রমণের তীর ছুঁড়ে দিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সাবধানতা অবলম্বনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়েও তল্লাশি চালানোর দাবি জানালেন তিনি।

কি বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ? “বাংলার মন্ত্রীদের গাড়ি পরীক্ষা করা হোক। কারণ, মুখ্যমন্ত্রীর কনভয় যেখানে যাচ্ছে সেখানে বেশি করে বোমা পাওয়া যাচ্ছে, গুলি পাওয়া যাচ্ছে। ভিআইপি গাড়ি পরীক্ষা করা হোক। আমার মনে হয় নিঃসন্দেহে মন্ত্রীরা এগুলো সরবরাহ করছে। তাই পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এত বোমা, গুলি পাওয়া যাচ্ছে। তাদের জীবিকা বোমা, অস্ত্র সরবরাহ করা। পশ্চিমবঙ্গ সরকারের এটাই কাজ। মন্ত্রীদের এটাই কাজ।”

প্রসঙ্গত, পূর্বে বিরোধী দলনেতার গাড়ি করে নন্দীগ্রামে বিপুল টাকা ও বেআইনি অস্ত্রশস্ত্র ঢোকার অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘নাকা চেকিংয়ে শুভেন্দুর কনভয় আটকে গাড়িতে তল্লাশি চালানো হোক। তা হলেই প্রমাণ হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা কনভয়ের সুবিধা নিয়ে কীভাবে বেআইনি পাচারচক্র চালাচ্ছেন শুভেন্দু।’

এবার এই একই সুর শোনা গেলো বিরোধী দলের কণ্ঠে। এদিন বিজেপি নেতার এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বঙ্গে শুরু হয়েছে ঘোর রাজনৈতিক তরজা। তবে সৌমিত্র খাঁর এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির।

তবে রাজ্যে ক্রমাগত উদ্ধার হতে থাকা অস্ত্রশস্ত্র, বোমাকে কেন্দ্র করে আতঙ্কের পাহাড় সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের মনে। শান্তিপূর্ণভাবে ভোটদান হবে তো? নাকি এবারও লাল রক্ত বর্ণে রাঙা হবে বাংলার মাটি! রাজ্যের’ ভোট উৎসব’? এই প্রশ্নই এখন চারা দিচ্ছে সকলের মনে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর