বাংলা হান্ট ডেস্কঃ এবার মুখ্যমন্ত্রী মমতার মুম্বই সফরকে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল যাতে জাতীয় দলের তকমা না হারায়, সেতার জন্যই এত রাজনৈতিক কৌশল করছেন।
বিজেপির সাংসদ বলেন, ‘যেকোনোও দলকে জাতীয় দলের তকমা ধরে রাখতে হলে অন্তত পক্ষে ৬ শতাংশ ভোট পেতে হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের জাতীয় তকমা হারিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। আর এই কারণেই তিনি ২০২৪-র লোকসভার নির্বাচনের আগে একটি কৌশল তৈরি করতে মুম্বইয়ে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
সৌমিত্র খাঁ আরও বলেন, ‘মমতা তো ইনশাল্লাহ বলেন, এখন উনি আবার মুম্বইয়ে গিয়ে গণপতি বাবার জয়ধ্বনি দিচ্ছেন। ওনার কাছে বাঙালী ছাড়া বাংলায় কেউ প্রবেশ করলেই বহিরাগত হয়ে যান, তাহলে এখন কী উনি মহারাষ্ট্রের মানুষদের কাছে বহিরাগত নন? উনি রাজনৈতিক ছলনা করে যাচ্ছেন শুধু।”
সৌমিত্র খাঁ বলেন, মমতা সবসময় ‘জয় বাংলা” ধ্বনি দিচ্ছেন। উনি আমাদের জাতীয় সংগীতকেও অপমান করেছেন। উনি জয় বাংলা বললেও, জয় ভারত বলেন না। উনি ভারতের অখণ্ডতা ভাঙতে চাইছেন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাইছেন মমতা। ইনশাল্লাহ বলেন মমতা, উনি পশ্চিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান।”