বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen) সীমান্তে BSF-এর ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছেন। সোমবার প্রেস ক্লাবে উপস্থিত বিদ্বজনের মাঝে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করলেন অভিনেত্রী-পরিচালক। তাঁর সঙ্গে সহমত পোষণ করলেন সেখানে উপস্থিত বাকিরাও। অপর্ণা সেন অভিযোগ করে বলেন, ‘মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি।”
অপর্ণা সেন আরও বলেন, ‘এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি BSF-এর এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পয়ারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে।”
এবার অপর্ণা সেনের এমন মন্তব্যের বিরুদ্ধেই গর্জে উঠলেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি একটি ট্যুইট করে অভিনেত্রী অপর্ণা সেন সহ বুদ্ধিজীবীদের কটাক্ষ করেন। সৌমিত্রবাবু লেখেন, বিপদের দিনে যারা মানুষের পাশে থাকে না তারা বুদ্ধিজীবী নয়, তাঁরা সন্ত্রাসজীবী।”
You are pointing the finger at those BSF who save you in every danger? From corona to Amfan you were not seen beside any people.The people of Bengal are ashamed of you(2/2)@narendramodi @PMOIndia @AjitDovalFans @AmitShah @AmitShahOffice @amitmalviya @PiyushGoyalOffc
— Saumitra khan (@KhanSaumitra) November 16, 2021
সৌমিত্র খাঁ আরও লেখেন, ‘যারা মানুষের পাশে বিপদের দিনে থাকে না তারা বুদ্ধিজীবি নয়, তারা সন্ত্রাসজীবি।যে বিএসএফ এর জন্য আপনারা নিরাপদে আছেন তাদের উপরেই আঙুল তুলছেন!করোনা থেকে আম্ফান একটা বিপদেও আপনাদের মানুষের পাশে দেখা যায় নি। শুধু রাজ্য সরকারের পদলেহন করে সংসার চালাচ্ছেন। বাংলার মানুষ লজ্জিত আপনার জন্য।”