‘তৃণমূল বনাম আমরা সবাই!” পঞ্চায়েত জিততে নয়া কৌশল সৌমিত্রর? জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন আর তার পূর্বে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) পরাজিত করার উদ্দেশ্যে বাম-রাম জোটের কথা শোনা গেল বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) গলায়। এমনকি নিচু স্তরে তৃণমূল কংগ্রেসকে হারাতে যেকোনো বিরোধী দলের পাশেই যে রয়েছে বিজেপি, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন সৌমিত্রবাবু। বিজেপি নেতার এহেন বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র।

সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি। শুধু তাই নয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম এবং বিজেপির মধ্যে জোটের সম্ভাবনা নিয়েও একাধিক প্রশ্ন চিহ্নের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক একটি ঘটনা সেই জল্পনাকে আরো উস্কে দেয়।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে ‘সমবায় বাঁচাও মঞ্চ’ গড়ে তোলা হয়। এক্ষেত্রে জোট গঠন করে বাম এবং বিজেপি। শুধু তাই নয়, পরবর্তীতে সমবায় সমিতি নির্বাচনে মোট ৬৩ টি আসনের মধ্যে সবকটিতে জয়লাভ করে বাম-রাম জোট। ফলে উক্ত নির্বাচনে বেশ কয়েকটি আসনে লড়লেও শেষ পর্যন্ত খাতা খুলতেই পারেনি শাসক দল আর এই পরিস্থিতিতে সৌমিত্র খাঁয়ের বক্তব্য ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

বাম এবং রাম জোট প্রসঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, “তৃণমূল বনাম আমরা সবাই। তৃণমূলকে হারানোর জন্য যারা আসতে চাইবে, তাদের সবাইকে স্বাগত। নিচু স্তরে যদি অন্য কারোর সমর্থন নিয়ে কেউ শাসক দলকে পরাজিত করতে পারে, তাহলে তাদের সঙ্গে বিজেপি রয়েছে।”

Saumitra Khan 750x450 1

একইসঙ্গে তিনি আরো বলেন, “জোট প্রসঙ্গে শেষ সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্ব নেবে।” তবে একইসঙ্গে নিচু স্তরে যদি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে হয়, তাহলে তাঁর কোন আপত্তি নেই বলেই এদিন মত প্রকাশ করেন বিজেপি নেতা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর