বাংলা হান্ট ডেস্কঃ মোমিনপুরের (Mominpur) হিংসার ঘটনায় এবার চাঞ্চল্যকর দাবি করে বসলেন ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। দক্ষিণ কলকাতার (Kolkata) মোমিনপুর এলাকায় দোকান এবং বাইক ভাঙচুরের ঘটনায় ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকেই (Trinamool Congress) দায়ী করলেন সৌমিত্রবাবু। বিজেপি সাংসদের দাবি, “দুর্নীতির ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই পূর্বপরিকল্পিতভাবে হিংসার ঘটনা ঘটিয়েছে শাসক দল।”
উল্লেখ্য, গতকাল সকাল থেকে মোমিনপুর এলাকায় একের পর এক ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে একের পর এক দোকান এবং বাইক ভাঙচুরের ঘটনা সামনে আসতে থাকে, যার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ভিডিও টুইট করার পাশাপাশি একের পর এক অভিযোগ সামনে আনেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পরবর্তীতে এ দিন মোমিনপুরের পথে যাওয়ার মুহূর্তে হরিণঘাটার নিকট সুকান্তকে আটক করে পুলিশ। এখানেই বিতর্ক থেমে থাকে নি! পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে উপস্থিত হন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালকে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানান।
তিনি বলেন, “মোমিনপুর এলাকায় ৫০০০ হিন্দু ঘরছাড়া হয়েছে। পাশাপাশি ৩ জন আইপিএস অফিসার হাসপাতালে ভর্তি। পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। এটি হাতের বাইরে যেন না বেরিয়ে যায়, সেই কারণে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন।”
শুভেন্দু-সুকান্তের পাশাপাশি আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তুলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূল কংগ্রেস পূর্ব পরিকল্পিতভাবে মোমিনপুরের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে বাংলায় যেভাবে একের পর এক দুর্নীতি হয়ে চলেছে, তা থেকে বৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে।”