বাংলা হান্ট ডেস্কঃ খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে লড়াই করতে দেখা যাবে কলকাতার মেয়র তথা তৃণমূল (Trinamool Congress) নেতা ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) মন্তব্য বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan), যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। একইসঙ্গে বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাসকে, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে তুলনা করে চরম কটাক্ষ ছুঁড়ে দেন সৌমিত্র।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যু এবং অন্যান্য একাধিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি দ্বন্দ্ব চরমে। বিশেষত, শাসকদলের সঙ্গে একাধিক সময় বিতর্কে জড়াতে দেখা যায় সৌমিত্র খাঁ-কে। সেই ধারা বজায় রেখে এদিন বিজেপি সাংসদ বলেন, “ভাইপোর সঙ্গে যেদিন ফিরহাদের লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে। সবাই দেখবে সেটা।”
পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে নিজেদের সংগঠনকে মজবুত করতে তৎপর বিজেপ। একইসঙ্গে শাসকদলকে কোণঠাসা করতেও কোন রকম খামতি রাখছে না পদ্মফুল শিবির। বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক দ্বন্দ্বকে সামনে আনতে একাধিক চেষ্টা করে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল।
অনেকটা সেই সূত্র ধরেই এদিন সৌমিত্র খাঁ বলেন, “ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কোনদিনই ভালো নয়। ওদের মধ্যে যখন লড়াই লাগবে, তখন কালীঘাটে বোমা পড়বে। সেটা খুব তাড়াতাড়ি হবে। ২০০৯ সালের পরে অনেকেই জানেন যে, ফিরহাদ কালীঘাটে পাথর ছুঁড়েছিল আর এবার সেখানে বোমা পড়তে দেখবে সবাই।”
একইসঙ্গে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে সৌমিত্র বলেন, “তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হল, বোমা তৈরি করে তা সবাইকে মারা। ওরা কখনোই পঞ্চায়েত ভোটকে শান্তিপূর্ণভাবে হতে দিতে চাইছে না। তবে বিজেপি চায়, মানুষ যাতে নিজেদের ভোট নিজেরাই দেয়। যদি দরকার হয়, আমরা আদালতে পর্যন্ত যাব। তবে ওদের দল মানেই বোমা তৈরির সংস্কৃতি। দক্ষিণ বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাস দ্বিতীয় অনুব্রত মণ্ডল হতে চাইছেন। বর্ধমানে যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে, তার পেছনে ও রয়েছে। খুব দ্রুত বর্ধমানের কেষ্ট হয়ে ঢুকবে।”